Ajker Patrika

কাপড়ে তরতাজাভাব ধরে রাখতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২: ৫৭
কাপড়ে তরতাজাভাব ধরে রাখতে

সঠিক নিয়মে কাপড় ধোয়া, শুকানো ও সংরক্ষণ করা না হলে কাপড়ে দুর্গন্ধ হতে পারে। কাপড়ের তরতাজা ভাব বজায় রাখতে কিছু বিষয় মেনে চলা যেতে পারে।

  • বাইরে থেকে ফিরে ঘামে ভেজা কাপড় কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর কাপড়ের ঘামে ভেজা অংশগুলোয় সাবান লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিন। এরপর পুরো কাপড়ে সাবান লাগিয়ে কেচে ধুয়ে নিন।
  • কাপড় কড়া রোদে ভালোভাবে না শুকিয়ে ঘরে আনবেন না। কাপড়ের স্যাঁতসেঁতে ভাব থেকে দুর্গন্ধ হয়। কড়া রোদে কাপড় শুকালে সে কাপড় পরতেও ভালো লাগে।
  • কাপড় শুকিয়ে যাওয়ার পরে ইস্তিরি করে নিন। এতে জীবাণু মরবে
  • ইস্তিরিতে পছন্দের সুগন্ধি স্প্রে করে তারপর কাপড় আয়রন করুন। এতে দীর্ঘক্ষণ সুগন্ধ বয়ে বেড়াবেন আপনি।
  • আলমারিতে একটানা অনেক দিন কাপড় রাখলে একধরনের গন্ধ হয়। কখনো কখনো ছত্রাক পড়তে পারে। তাই মাঝে মাঝে আলমারি থেকে কাপড় বের করে ভাঁজ খুলে ফ্যানের বাতাসে রাখুন। তারপর আবার তুলে রাখুন আলমারিতে।
  • আলমারিতে কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন রেখে দিন। 

সূত্র: ক্লিন পিডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত