Ajker Patrika

টিপটপ টাই

নয়ন রহমান
টিপটপ টাই

ভাঁজভাঙা শার্ট, ম্যাচ করা প্যান্ট আর চকচকে জুতার সঙ্গে একটা রুচিশীল টাই। জাঁকালো পার্টি কিংবা চাকরির সাক্ষাৎকার, বিশেষ কোনো ঘটনা উদ্‌যাপন কিংবা দৈনন্দিন অফিস প্রোগ্রাম এমন যেকোনো আনুষ্ঠানিক আয়োজনে পুরুষদের অন্যতম পছন্দের পোশাক এটি।

অনুষ্ঠানের ধরন বিবেচনায় টাই কেমন হবে তা নির্ধারণ করা গেলেও কোন রঙের শার্টের সঙ্গে কেমন টাই উপযুক্ত, সেটি বেছে নেওয়া অনেক বড় কঠিন কাজ। ব্যক্তির রুচি এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করলেও কিছু প্রাথমিক বিষয় সিদ্ধান্ত গ্রহণে বেশ সহায়ক হিসেবে কাজ করে। শার্ট ও টাইয়ের রং বাছাইয়ে মূলত বিবেচনায় রাখুন তিনটি ব্যাপার।

সাদৃশ্য বা সিমিলারিটি 
শার্ট ও টাই দুটোই প্রায় কাছাকাছি রঙের বেছে নিন। একই রঙের শার্ট ও টাই চোখে একটা ছন্দ তৈরি করে, যা শুরুতেই নজরে আসবে। 

বৈসাদৃশ্য বা কনট্রাস্ট
সম্পূর্ণ বিপরীত দুই বর্ণের মিশ্রণে শার্ট ও টাই বেছে নিতে পারেন। বর্ণালির দুই মেরুর দুটি রঙের সমন্বয়ে তৈরি জোড়া উপস্থাপনকে নান্দনিক করে তুলবে।

পরিপূরক বা কমপ্লিমেন্টারি
শার্ট ও টাই বাছাইয়ে দুটি পরিপূরক রং পছন্দ করতে পারেন; অর্থাৎ টাইয়ের রং শার্টের সৌন্দর্যকে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলবে, এমন সমন্বয় বেছে নিতে পারেন।একটা রুচিশীল টাই শুধু বাহ্যিক সৌন্দর্য ও ব্যক্তির রুচির প্রকাশ। তাই টাই কেনার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন, সেগুলো হলো:

কোয়ালিটি
পারিবারিক বা অফিশিয়াল আয়োজনে প্রথমে যে জিনিসের ওপর অতিথিদের নজর পড়বে, সেটা হলো আপনার বাছাই করা টাই। সুতরাং প্রথম দর্শনে ভালো ইমপ্রেশন তৈরির জন্য টাইয়ের মানের দিকে নজর দিন। ভালো মান বলতে দামি টাই, ব্যাপারটা এমন নয়। এটি যেন গুণগত মানসম্পন্ন হয় তা খেয়াল রাখতে হবে। 

টাইয়ের আকার
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যা আমরা অনেক সময়ই খেয়াল করি না। টাইয়ের আকারটি স্যুটের ল্যাপেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা ছাড়া টাই বাঁধার সময় খেয়াল রাখতে হবে, এটি যেন মুখের গড়ন এবং শার্টের রঙের সঙ্গে বেখাপ্পা না লাগে। 
উপলক্ষ
আপনার পছন্দের টাই কোন উপলক্ষে ব্যবহার করবেন তা বিবেচনায় রাখুন। সিল্কের টাইগুলো অফিশিয়াল বা বিজনেস মিটিংয়ে উপযুক্ত হলেও টেক্সচারড টাইগুলো ক্যাজুয়াল আয়োজনে বেছে নিতে পারেন।

রুচিশীল পোশাক আপনাকে যেমন আত্মবিশ্বাসী করে, তেমনি ভুল পছন্দ স্থানভেদে হাস্যকর করে তুলতে পারে। আচরণ, ভাষা যেমন ব্যক্তিত্বের পরিচায়ক, তেমনি উপযুক্ত পরিচ্ছদও একটি অবিচ্ছেদ্য অংশ। নিজেকে আরও আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পোশাকের সুষম সমন্বয়ে গুরুত্ব দিন।

সূত্র: ফ্যাশন বিনস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত