নয়ন রহমান
ভাঁজভাঙা শার্ট, ম্যাচ করা প্যান্ট আর চকচকে জুতার সঙ্গে একটা রুচিশীল টাই। জাঁকালো পার্টি কিংবা চাকরির সাক্ষাৎকার, বিশেষ কোনো ঘটনা উদ্যাপন কিংবা দৈনন্দিন অফিস প্রোগ্রাম এমন যেকোনো আনুষ্ঠানিক আয়োজনে পুরুষদের অন্যতম পছন্দের পোশাক এটি।
অনুষ্ঠানের ধরন বিবেচনায় টাই কেমন হবে তা নির্ধারণ করা গেলেও কোন রঙের শার্টের সঙ্গে কেমন টাই উপযুক্ত, সেটি বেছে নেওয়া অনেক বড় কঠিন কাজ। ব্যক্তির রুচি এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করলেও কিছু প্রাথমিক বিষয় সিদ্ধান্ত গ্রহণে বেশ সহায়ক হিসেবে কাজ করে। শার্ট ও টাইয়ের রং বাছাইয়ে মূলত বিবেচনায় রাখুন তিনটি ব্যাপার।
সাদৃশ্য বা সিমিলারিটি
শার্ট ও টাই দুটোই প্রায় কাছাকাছি রঙের বেছে নিন। একই রঙের শার্ট ও টাই চোখে একটা ছন্দ তৈরি করে, যা শুরুতেই নজরে আসবে।
বৈসাদৃশ্য বা কনট্রাস্ট
সম্পূর্ণ বিপরীত দুই বর্ণের মিশ্রণে শার্ট ও টাই বেছে নিতে পারেন। বর্ণালির দুই মেরুর দুটি রঙের সমন্বয়ে তৈরি জোড়া উপস্থাপনকে নান্দনিক করে তুলবে।
পরিপূরক বা কমপ্লিমেন্টারি
শার্ট ও টাই বাছাইয়ে দুটি পরিপূরক রং পছন্দ করতে পারেন; অর্থাৎ টাইয়ের রং শার্টের সৌন্দর্যকে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলবে, এমন সমন্বয় বেছে নিতে পারেন।একটা রুচিশীল টাই শুধু বাহ্যিক সৌন্দর্য ও ব্যক্তির রুচির প্রকাশ। তাই টাই কেনার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন, সেগুলো হলো:
কোয়ালিটি
পারিবারিক বা অফিশিয়াল আয়োজনে প্রথমে যে জিনিসের ওপর অতিথিদের নজর পড়বে, সেটা হলো আপনার বাছাই করা টাই। সুতরাং প্রথম দর্শনে ভালো ইমপ্রেশন তৈরির জন্য টাইয়ের মানের দিকে নজর দিন। ভালো মান বলতে দামি টাই, ব্যাপারটা এমন নয়। এটি যেন গুণগত মানসম্পন্ন হয় তা খেয়াল রাখতে হবে।
টাইয়ের আকার
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যা আমরা অনেক সময়ই খেয়াল করি না। টাইয়ের আকারটি স্যুটের ল্যাপেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা ছাড়া টাই বাঁধার সময় খেয়াল রাখতে হবে, এটি যেন মুখের গড়ন এবং শার্টের রঙের সঙ্গে বেখাপ্পা না লাগে।
উপলক্ষ
আপনার পছন্দের টাই কোন উপলক্ষে ব্যবহার করবেন তা বিবেচনায় রাখুন। সিল্কের টাইগুলো অফিশিয়াল বা বিজনেস মিটিংয়ে উপযুক্ত হলেও টেক্সচারড টাইগুলো ক্যাজুয়াল আয়োজনে বেছে নিতে পারেন।
রুচিশীল পোশাক আপনাকে যেমন আত্মবিশ্বাসী করে, তেমনি ভুল পছন্দ স্থানভেদে হাস্যকর করে তুলতে পারে। আচরণ, ভাষা যেমন ব্যক্তিত্বের পরিচায়ক, তেমনি উপযুক্ত পরিচ্ছদও একটি অবিচ্ছেদ্য অংশ। নিজেকে আরও আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পোশাকের সুষম সমন্বয়ে গুরুত্ব দিন।
সূত্র: ফ্যাশন বিনস
ভাঁজভাঙা শার্ট, ম্যাচ করা প্যান্ট আর চকচকে জুতার সঙ্গে একটা রুচিশীল টাই। জাঁকালো পার্টি কিংবা চাকরির সাক্ষাৎকার, বিশেষ কোনো ঘটনা উদ্যাপন কিংবা দৈনন্দিন অফিস প্রোগ্রাম এমন যেকোনো আনুষ্ঠানিক আয়োজনে পুরুষদের অন্যতম পছন্দের পোশাক এটি।
অনুষ্ঠানের ধরন বিবেচনায় টাই কেমন হবে তা নির্ধারণ করা গেলেও কোন রঙের শার্টের সঙ্গে কেমন টাই উপযুক্ত, সেটি বেছে নেওয়া অনেক বড় কঠিন কাজ। ব্যক্তির রুচি এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করলেও কিছু প্রাথমিক বিষয় সিদ্ধান্ত গ্রহণে বেশ সহায়ক হিসেবে কাজ করে। শার্ট ও টাইয়ের রং বাছাইয়ে মূলত বিবেচনায় রাখুন তিনটি ব্যাপার।
সাদৃশ্য বা সিমিলারিটি
শার্ট ও টাই দুটোই প্রায় কাছাকাছি রঙের বেছে নিন। একই রঙের শার্ট ও টাই চোখে একটা ছন্দ তৈরি করে, যা শুরুতেই নজরে আসবে।
বৈসাদৃশ্য বা কনট্রাস্ট
সম্পূর্ণ বিপরীত দুই বর্ণের মিশ্রণে শার্ট ও টাই বেছে নিতে পারেন। বর্ণালির দুই মেরুর দুটি রঙের সমন্বয়ে তৈরি জোড়া উপস্থাপনকে নান্দনিক করে তুলবে।
পরিপূরক বা কমপ্লিমেন্টারি
শার্ট ও টাই বাছাইয়ে দুটি পরিপূরক রং পছন্দ করতে পারেন; অর্থাৎ টাইয়ের রং শার্টের সৌন্দর্যকে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলবে, এমন সমন্বয় বেছে নিতে পারেন।একটা রুচিশীল টাই শুধু বাহ্যিক সৌন্দর্য ও ব্যক্তির রুচির প্রকাশ। তাই টাই কেনার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন, সেগুলো হলো:
কোয়ালিটি
পারিবারিক বা অফিশিয়াল আয়োজনে প্রথমে যে জিনিসের ওপর অতিথিদের নজর পড়বে, সেটা হলো আপনার বাছাই করা টাই। সুতরাং প্রথম দর্শনে ভালো ইমপ্রেশন তৈরির জন্য টাইয়ের মানের দিকে নজর দিন। ভালো মান বলতে দামি টাই, ব্যাপারটা এমন নয়। এটি যেন গুণগত মানসম্পন্ন হয় তা খেয়াল রাখতে হবে।
টাইয়ের আকার
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যা আমরা অনেক সময়ই খেয়াল করি না। টাইয়ের আকারটি স্যুটের ল্যাপেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা ছাড়া টাই বাঁধার সময় খেয়াল রাখতে হবে, এটি যেন মুখের গড়ন এবং শার্টের রঙের সঙ্গে বেখাপ্পা না লাগে।
উপলক্ষ
আপনার পছন্দের টাই কোন উপলক্ষে ব্যবহার করবেন তা বিবেচনায় রাখুন। সিল্কের টাইগুলো অফিশিয়াল বা বিজনেস মিটিংয়ে উপযুক্ত হলেও টেক্সচারড টাইগুলো ক্যাজুয়াল আয়োজনে বেছে নিতে পারেন।
রুচিশীল পোশাক আপনাকে যেমন আত্মবিশ্বাসী করে, তেমনি ভুল পছন্দ স্থানভেদে হাস্যকর করে তুলতে পারে। আচরণ, ভাষা যেমন ব্যক্তিত্বের পরিচায়ক, তেমনি উপযুক্ত পরিচ্ছদও একটি অবিচ্ছেদ্য অংশ। নিজেকে আরও আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পোশাকের সুষম সমন্বয়ে গুরুত্ব দিন।
সূত্র: ফ্যাশন বিনস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪