Ajker Patrika

ত্বকের নমনীয়তা বাড়ায় মধু

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

প্রশ্ন: মুখের অতিরিক্ত লোম দূর করতে কী করব?

ফারজানা জাহান, চিলাহাটি, নীলফামারী

মুখের অবাঞ্ছিত লোম তুলতে ২ টেবিল চামচ চিনি ও লেবুর রস এবং ৮ থেকে ৯ টেবিল চামচ পানি নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেটিকে গরম করুন যতক্ষণ না বলক আসে। এরপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ঠোঁটের ওপরসহ যেসব জায়গায় পুরু লোম আছে, ওই সব জায়গায় লাগান। ২০ থেকে ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। গরম চিনি ঠোঁটের ওপরের লোমের সঙ্গে লেগে যায়, যা লোমগুলোকে তুলতে সাহায্য করে।

প্রশ্ন: শুষ্ক ত্বকের উপযোগী কয়েকটি কার্যকরী ঘরোয়া প্যাকের পরামর্শ পেলে ভালো হতো। ত্বক ইদানীং খুব টেনে ধরছে ও মরা কোষ জন্মাচ্ছে।

মৌমিতা চৌধুরী, নবাবগঞ্জ, ঢাকা

শুষ্ক ত্বকের জন্য মধু খুব উপকারী। আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বক রুক্ষ হয়ে যায়। এ ক্ষেত্রে মধু লাগালে ত্বকের নমনীয়তা বজায় থাকে। নিয়মিত ১০ মিনিট মুখে মধু লাগালে আপনি নিজেই পরিবর্তন লক্ষ করতে পারবেন।

রুক্ষ ত্বকে কোমলতা ফিরিয়ে আনতে অর্ধেক কাপ দুধে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। এতে ত্বকের শুষ্কতা দূর হবে এবং বাড়বে উজ্জ্বলতা। এ ছাড়া ১ চা-চামচ হলুদবাটা, ১ চমচ মধু এবং অল্প দুধের সঙ্গে ২ চামচ বেসন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা থেকে শুরু করে যেকোনো সমস্যা দূর করবে এই ফেসপ্যাক।

প্রশ্ন: বলিরেখা দূর করতে ত্বকে কী ব্যবহার করতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে কমতে পারে বলিরেখা। আঙুল দিয়ে বলিরেখার ওপর ভিটামিন ই অয়েল রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। ভিটামিন ই বার্ধক্যজনিত বলিরেখা রোধ করে। এটি অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। এ ছাড়া অ্যালোভেরা জেল মুখের বলিরেখা দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে ডিম মিশিয়ে আক্রান্ত জায়গায় ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখা কমে। এ প্রক্রিয়াটি প্রতিদিন একবার অনুসরণ করুন।

প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। ইদানীং খুব চুল পড়ে। তা ছাড়া চুল পেকে যাচ্ছে? কী কারণে এমন হতে পারে? কী করলে সমস্যা থেকে মুক্তি পেতে পারি?

মোশারফ হোসেন, ঢাকা

আপনি চুলে মাসে দুইবার প্রোটিন ট্রিটমেন্ট করান। সেই সঙ্গে ভিটামিন ই ও সি এক বেলা করে খান তিন মাস। দেখবেন অনেকখানি ঠিক হয়ে গেছে আপনার সমস্যা। 

পরামর্শ দিয়েছেন:
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত