Ajker Patrika

কিউরিয়াসের ‘টাইমলেস টাইম’ প্রদর্শনী

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৫: ০৯
কিউরিয়াসের ‘টাইমলেস টাইম’ প্রদর্শনী

লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস সম্প্রতি ‘টাইমলেস টাইম’ শিরোনামের প্রদর্শনীতে উপস্থাপন করেছে মোট ৫০টি ঘড়ি। নানা নাম রয়েছে ঘড়িগুলোর; যেমন রেখাতরঙ্গ, এলোমেলো বৃত্তবন্ধন, দৃশ্যগত জানালা, আয়তাকার সময়, রবীন্দ্র বিষাদ, শিরোনামে মানচিত্র ইত্যাদি। এসব ঘড়ির ডিজাইনের তত্ত্বাবধায়নে ছিলেন কিউরিয়াসের ডিজাইন উপদেষ্টা চন্দ্র শেখর সাহা। এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিয়েছেন কিউরিয়াসের টেক্সটাইল অ্যান্ড সারফেস সার্ভিসের মো. মাইনুল ইসলাম।

মো. মাইনুল ইসলাম বলেন, ‘প্রথমে আমরা কাঠের ঘড়ি নিয়ে চিন্তা করেছিলাম। কী কী উপায়ে কাঠের ঘড়ি মানুষের সামনে নতুন করে আনা যায়, তা নিয়ে ভাবছিলাম। সে ক্ষেত্রে টেকসই কাঁচামাল হিসেবে কাঠের গুঁড়ি ব্যবহার করছি আমরা। আবার প্যাকিংয়ের জন্য যে কাঠগুলো আসে, সেগুলো পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয়, সেগুলোও ব্যবহৃত হয়েছে। এটিও টেকসই কাঁচামাল। কারণ, ঘড়ি তৈরির জন্য আমরা নতুন গাছ না কেটে এগুলো ব্যবহার করছি। ফলে টেকসই জীবনযাপন ও দেয়ালঘড়ি কী করে নতুনভাবে ব্যবহার করা যায়, এই সব মিলিয়েই যে সম্মিলিত ভাবনা ছিল, তারই বহিঃপ্রকাশ এই প্রদর্শনী।’

ঘরের শোভা বাড়াতেও জুড়িহীন এই ঘড়িঘড়িকে নতুনভাবে উপস্থাপনের জন্য পেইন্টিং বা আর্টওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার কথাও ভাবা হয়েছে, যা বাড়ির আভিজাত্যের প্রতীকও হবে আবার কাজেও লাগবে।’ যোগ করেন মো. মাইনুল ইসলাম।

বিভিন্ন জমিন ও অলংকরণ মাধ্যম ব্যবহার করে ঘড়ির আঙ্গিক ফুটিয়ে তোলা হয়েছে। আছে কারচুপি, কাঁথা সেলাই ও অন্যান্য সেলাইয়ের মতো হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, কাঠখোদাই ইত্যাদি। পাশাপাশি বিভিন্ন চামড়া, কাপড়সহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে।

প্রতিটি ঘড়ি উপহার হিসেবে যে অনন্য, তা বলার অপেক্ষা রাখে না। একইভাবে সময় দেখার পাশাপাশি নিজেদের ঘরের শোভা বাড়াতেও জুড়িহীন কিউরিয়াসের এই ঘড়ি সংগ্রহের যেকোনোটিই।

কিউরিয়াসের বনানী ১১ নম্বর রোডের ফ্ল্যাগশিপ আউটলেটের পঞ্চম তলার অনন্য এই প্রদর্শনী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত