ইবাদত-তাইজুলদের বোলিংয়ে ধুঁকছে আয়ারল্যান্ড
সবুজ উইকেট, তিন পেসার—টস হেরে ফিল্ডিং পাওয়ায় খুব একটা খারাপ লাগার কথা না বাংলাদেশের। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বরং আরও অনুপ্রাণিত হয়ে চার স্লিপ নিয়ে আক্রমণ শুরু করলেন। চার স্লিপ নিয়ে একজন পেসার বোলিং করছেন, মিরপুরে এমন দৃশ্যের সঙ্গে বাংলাদেশ খুব একটা পরিচিত ছিল না।