সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ লিটনের
দাপুটে জয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল। কিন্তু ম্যাচ শেষে লিটন দাস সংবাদ সম্মেলনে আসলেন, তাঁর চেহারায় যেন মন খারাপের ছাপ। সংবাদ সম্মেলন বড় করলেন না, তবে এর মধ্যেই মন খারাপের একটি কারণ অন্তত বলে গেলেন এ ওপেনার। অনুমেয় কারণটা হলো, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ লিটনের মনে।