Ajker Patrika

বাংলাদেশের জন্য জার্সি উপহার পাঠাল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৭: ৩৬
বাংলাদেশের জন্য জার্সি উপহার পাঠাল আর্জেন্টিনা

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্বটা ১৭ হাজার কিলোমিটারের বেশি। কিন্তু দূরত্ব আলবিসেলেস্তের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসায় বাধা হতে পারেনি। কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা দক্ষিণ আমেরিকার দেশটিকে অবাক করে দিয়েছে। এই উন্মাদনা আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছে।

আর্জেন্টিনার মানুষও এখন বাংলাদেশকে আপন ভাবছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে গত মাসেই ঢাকায় দূতাবাস চালু করেছে বিশ্বজয়ী দেশটি। বাংলাদেশ ফুটবলে পিছিয়ে থাকলেও ক্রিকেটে অবস্থানটা বেশ ভালোই। আর্জেন্টিনা ফুটবলে ভালো হলেও ক্রিকেটে এখনো নবীন দলের মতোই।

আর্জেন্টিনা ক্রিকেট খেলে এটাই হয়তো অনেকের অজানা। তবে ক্রিকেটেও নিজেদের অবস্থান জানান দিতে ধীরে ধীরে এগোচ্ছে তারা। আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে রীতিমতো চমকই দিয়েছে আর্জেন্টিনার ক্রিকেট জার্সি।

আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টকস বাংলাদেশের জন্য দুটি জার্সি পাঠিয়েছেন। আয়ারল্যান্ডের ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড জার্সিগুলো বাংলাদেশে নিয়ে আসেন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টির আগে অধিনায়ক সাকিব আল হাসানকে জার্সিগুলো তুলে দেন। ফেনেল ও স্টকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত