পুনরায় সুযোগ পেয়ে কীভাবে কাজে লাগাতে হয়, তা যেন রনি তালুকদারের ভালোই জানা। ৮ বছর আগে এক ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়া রনি এখন নিজেকে চেনাচ্ছেন নতুন করে। দুর্দান্ত পারফরম্যান্সের অনুপ্রেরণা সাকিব আল হাসানের থেকে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। দুই ম্যাচে ৩৮ বলে ৫৮ রান করেছেন এবং দুটোতেই অপরাজিত ছিলেন। বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। পারফরম্যান্সের পাশাপাশি দলকেও দারুণ নেতৃত্ব দেওয়া সাকিবকে ‘কিংবদন্তি’ বলেছেন রনি। চট্টগ্রামে হোটেল রেডিসনে সাংবাদিকদের বাংলাদেশের এই ওপেনার বলেছেন, ‘সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার। সাকিব ভাইয়ের সঙ্গে আবাহনীতে যখন থেকে একসঙ্গে খেলেছি, তখন থেকে তাঁর একই ইনটেন্ট। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন। সে জিনিসটাই তিনি দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা খেলব, বাঘের মতো খেলব।’
রনি এবছর আলো জড়াচ্ছেন জানুয়ারিতে হওয়া বিপিএল থেকেই। নাজমুল হোসেন শান্তর পর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৪২৫ রান। বিপিএলের পারফরম্যান্সের ধারাবাহিকতা রনি টেনে এনেছেন ইংল্যান্ড, আয়ারল্যান্ড-দুই টি-টোয়েন্টি সিরিজে। ৫ ম্যাচে ৩৩ গড় ও ১৪৮.৬৪ স্ট্রাইক রেটে করেছেন ১৬৫ রান। আক্রমণাত্মক ব্যাটিং করতেই বেশি পছন্দ রনির, ‘আমার খেলার ধরন এমন ছিল। কারণ আমি ইতিবাচক উদ্দেশ্য নিয়ে মাঠে নামি। টিম ম্যানেজমেন্ট আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে। কারণ বিপিএলে তাঁরা আমার খেলা দেখেছেন। ইংল্যান্ড সিরিজের আগে তারা আমাকে বিপিএলের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে বলেছেন। বাদ পড়ে যাওয়ার ভয় কাজ করে না। ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে।’
পুনরায় সুযোগ পেয়ে কীভাবে কাজে লাগাতে হয়, তা যেন রনি তালুকদারের ভালোই জানা। ৮ বছর আগে এক ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়া রনি এখন নিজেকে চেনাচ্ছেন নতুন করে। দুর্দান্ত পারফরম্যান্সের অনুপ্রেরণা সাকিব আল হাসানের থেকে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। দুই ম্যাচে ৩৮ বলে ৫৮ রান করেছেন এবং দুটোতেই অপরাজিত ছিলেন। বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। পারফরম্যান্সের পাশাপাশি দলকেও দারুণ নেতৃত্ব দেওয়া সাকিবকে ‘কিংবদন্তি’ বলেছেন রনি। চট্টগ্রামে হোটেল রেডিসনে সাংবাদিকদের বাংলাদেশের এই ওপেনার বলেছেন, ‘সাকিব ভাই কিংবদন্তি ক্রিকেটার। সাকিব ভাইয়ের সঙ্গে আবাহনীতে যখন থেকে একসঙ্গে খেলেছি, তখন থেকে তাঁর একই ইনটেন্ট। সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেন। সে জিনিসটাই তিনি দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা খেলব, বাঘের মতো খেলব।’
রনি এবছর আলো জড়াচ্ছেন জানুয়ারিতে হওয়া বিপিএল থেকেই। নাজমুল হোসেন শান্তর পর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৪২৫ রান। বিপিএলের পারফরম্যান্সের ধারাবাহিকতা রনি টেনে এনেছেন ইংল্যান্ড, আয়ারল্যান্ড-দুই টি-টোয়েন্টি সিরিজে। ৫ ম্যাচে ৩৩ গড় ও ১৪৮.৬৪ স্ট্রাইক রেটে করেছেন ১৬৫ রান। আক্রমণাত্মক ব্যাটিং করতেই বেশি পছন্দ রনির, ‘আমার খেলার ধরন এমন ছিল। কারণ আমি ইতিবাচক উদ্দেশ্য নিয়ে মাঠে নামি। টিম ম্যানেজমেন্ট আমার খেলার ধরন অনুযায়ী আমাকে খেলতে বলেছে। কারণ বিপিএলে তাঁরা আমার খেলা দেখেছেন। ইংল্যান্ড সিরিজের আগে তারা আমাকে বিপিএলের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে বলেছেন। বাদ পড়ে যাওয়ার ভয় কাজ করে না। ম্যানেজমেন্ট আমাকে ওই সাহসটা দিয়েছে।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
২ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৫ ঘণ্টা আগে