Ajker Patrika

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ৩–০ করতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ৩–০ করতে চান সাকিব

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও দাপুটে ক্রিকেটে এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এতেই তৃপ্ত হচ্ছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের চোখে এখন প্রতিপক্ষকে ধবলধোলাই। 

আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোরলাইন ২–০ করে ফেলার পর সাকিব বলেছেন, ‘যদি ভালো দল হতে চান, যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে যাবেন, তারা সব সময়ই ৩–০ করতে চায়, যদি তারা ২–০ করে ফেলে। আমরাও সেটাই করার চেষ্টা করব। আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। হয়তো কিছু নতুন খেলোয়াড়কে চেষ্টা করব (সিরিজের শেষ ম্যাচে)। তবে জয়ের ক্ষুধা একই থাকবে।’ 

আজ দুর্দান্ত এক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার প্রতিযোগিতায় টিম সাউদি আর সাকিবের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল প্রতিযোগিতা। কখনো সাকিব এগিয়ে যাচ্ছেন, আর কখনো-বা এগোচ্ছেন সাউদি। আজ সাউদিকে ছাড়িয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিবের উইকেট এখন ১৩৬টি আর সাউদির ১৩৪ উইকেট। ম্যাচে পেয়েছেন ৫ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে দুইবার ম্যাচে ৫ উইকেট পেলেন সাকিব। আজ ম্যাচসেরাও তিনি। 

নিজের কীর্তি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের প্রতিক্রিয়া হলো পরিমিত, ‘ভালো লাগছে বাংলাদেশি হিসেবে শীর্ষে উঠতে পেরে।’ তবে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বেশি খুশি দলের পারফরম্যান্সে, ‘গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেটাই আজ পুনরাবৃত্তি করতে চেয়েছে। সেটা ভালোভাবে পেরেছিও। যদি বড় দল হতে চাই, আমাদের মাঠে যেতে হবে এবং প্রথম বল থেকে নিজেদের সেভাবে প্রকাশ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত