নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
দাপুটে জয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল। কিন্তু ম্যাচ শেষে লিটন দাস সংবাদ সম্মেলনে আসলেন, তাঁর চেহারায় যেন মন খারাপের ছাপ। সংবাদ সম্মেলন বড় করলেন না, তবে এর মধ্যেই মন খারাপের একটি কারণ অন্তত বলে গেলেন এ ওপেনার। অনুমেয় কারণটা হলো, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ লিটনের মনে।
রেকর্ডের কথা কখনো লিটনের মাথায় থাকে না। গতকাল ১৮ বলে ফিফটি করলেন, কখন যে রেকর্ড হলো তাও তিনি জানেন না। লিটন বললেন, ‘দ্রুততম ফিফটির রেকর্ড, খুব ভালো লাগছে। আমি আগে থেকে জানতাম না। আমি সাক্ষাৎকারে সব সময় বলি কখনো রেকর্ড নিয়ে চিন্তা করি না।’
৪১ বলে ৮৩ রানের অসাধারণ ইনিংস খেলে লেগ স্পিনার বেন হোয়াইটের শিকার হন লিটন। ৫০ করতে যেখানে লেগেছে তাঁর ১৮ বল, পরের ৩৩ রানের করতে খেলেছেন ২৩ বল। ৭০ এর পরে ব্যাটে-বলে টাইমিং মিলছিল না। একটু দেখে-শুনে খেললেই বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও পেয়ে যেতেন। কিন্তু ওই সময় ঠিক কী হয়েছিল, এ ব্যাপারে লিটন দোষ নিজেকেই দিলেন, ‘তাড়াহুড়ো করছিলাম তাই আউট হয়ে গেছি। মাঝখানে স্পিনাররা ভালো বোলিং করেছিল। উইকেট থেকে সহায়তা পাচ্ছিল। যদি আরেকটু সময় নিয়ে খেলতাম ৮৩ স্কোরটা ১০০-ও হতে পারত। ফিফটি ভালো লাগছে, তবে ১০০ হলে বেশি ভালো লাগত।’
রনি তালুকদারকে নিয়ে পাঁচ ম্যাচে ওপেনিং জুটি বেঁধেছেন লিটন। সবগুলো ম্যাচেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। এর মধ্যেই তিন ম্যাচেই ৫০ এর ওপরে রান তুলেছেন তাঁরা। গতকাল ৫৬ বলে গড়েছেন ১২৪ রানের জুটি। যা বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। রনির সঙ্গে জুটি বেশ উপভোগ করছেন লিটন, ‘ভালো খেলছি, দেখা যাক এ জুটি কত দূর যেতে পারি। ওপেনিংয়ে এটাই মনে হয় সর্বোচ্চ জুটি। এর থেকে আর ভালো কিছু হতেই পারে না। আবার প্রতি ম্যাচেও এ সাফল্য পাওয়া যাবে না। (মাঠে) যাব আর দুজনে মার শুরু করব। স্ট্রাগলের (সংগ্রামের) সময় আসবে। ব্যাটিং করে বেশ মজা পাচ্ছি ওর (রনি) সঙ্গে।’ দাপুটে জয় তৃপ্ত লিটন যোগ করেন, ‘জেতার জন্যই তো আমরা মাঠে নামি। আমার যে চিন্তাভাবনা করেছিলাম, যেভাবে খেলতে চেষ্টা করছিলাম, টি-টোয়েন্টির আদর্শ ক্রিকেট। আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ভালোই খেলেছি। প্রতিদিন পাওয়ার প্লেতে ৭০–৮০ ও করতে পারবেন না।’
দাপুটে জয়ে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল। কিন্তু ম্যাচ শেষে লিটন দাস সংবাদ সম্মেলনে আসলেন, তাঁর চেহারায় যেন মন খারাপের ছাপ। সংবাদ সম্মেলন বড় করলেন না, তবে এর মধ্যেই মন খারাপের একটি কারণ অন্তত বলে গেলেন এ ওপেনার। অনুমেয় কারণটা হলো, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ লিটনের মনে।
রেকর্ডের কথা কখনো লিটনের মাথায় থাকে না। গতকাল ১৮ বলে ফিফটি করলেন, কখন যে রেকর্ড হলো তাও তিনি জানেন না। লিটন বললেন, ‘দ্রুততম ফিফটির রেকর্ড, খুব ভালো লাগছে। আমি আগে থেকে জানতাম না। আমি সাক্ষাৎকারে সব সময় বলি কখনো রেকর্ড নিয়ে চিন্তা করি না।’
৪১ বলে ৮৩ রানের অসাধারণ ইনিংস খেলে লেগ স্পিনার বেন হোয়াইটের শিকার হন লিটন। ৫০ করতে যেখানে লেগেছে তাঁর ১৮ বল, পরের ৩৩ রানের করতে খেলেছেন ২৩ বল। ৭০ এর পরে ব্যাটে-বলে টাইমিং মিলছিল না। একটু দেখে-শুনে খেললেই বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিও পেয়ে যেতেন। কিন্তু ওই সময় ঠিক কী হয়েছিল, এ ব্যাপারে লিটন দোষ নিজেকেই দিলেন, ‘তাড়াহুড়ো করছিলাম তাই আউট হয়ে গেছি। মাঝখানে স্পিনাররা ভালো বোলিং করেছিল। উইকেট থেকে সহায়তা পাচ্ছিল। যদি আরেকটু সময় নিয়ে খেলতাম ৮৩ স্কোরটা ১০০-ও হতে পারত। ফিফটি ভালো লাগছে, তবে ১০০ হলে বেশি ভালো লাগত।’
রনি তালুকদারকে নিয়ে পাঁচ ম্যাচে ওপেনিং জুটি বেঁধেছেন লিটন। সবগুলো ম্যাচেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। এর মধ্যেই তিন ম্যাচেই ৫০ এর ওপরে রান তুলেছেন তাঁরা। গতকাল ৫৬ বলে গড়েছেন ১২৪ রানের জুটি। যা বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। রনির সঙ্গে জুটি বেশ উপভোগ করছেন লিটন, ‘ভালো খেলছি, দেখা যাক এ জুটি কত দূর যেতে পারি। ওপেনিংয়ে এটাই মনে হয় সর্বোচ্চ জুটি। এর থেকে আর ভালো কিছু হতেই পারে না। আবার প্রতি ম্যাচেও এ সাফল্য পাওয়া যাবে না। (মাঠে) যাব আর দুজনে মার শুরু করব। স্ট্রাগলের (সংগ্রামের) সময় আসবে। ব্যাটিং করে বেশ মজা পাচ্ছি ওর (রনি) সঙ্গে।’ দাপুটে জয় তৃপ্ত লিটন যোগ করেন, ‘জেতার জন্যই তো আমরা মাঠে নামি। আমার যে চিন্তাভাবনা করেছিলাম, যেভাবে খেলতে চেষ্টা করছিলাম, টি-টোয়েন্টির আদর্শ ক্রিকেট। আমার মনে হয় শেষ দুই ম্যাচ আমরা ভালোই খেলেছি। প্রতিদিন পাওয়ার প্লেতে ৭০–৮০ ও করতে পারবেন না।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে