নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে যাওয়া-না যাওয়া নিয়ে জল ঘোলা যেন শেষই হচ্ছে না। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। অথচ সাকিবরা কবে যাবেন, সেটা এখনো ধোঁয়াশায়। আজ চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড শেষ টি-টোয়েন্টি শেষে নাজমুল হাসান পাপনও সাকিবদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘খেলাবে কি না, সেটাই তো জানি না। এখন আপনারা যদি আমাকে চূড়ান্ত করেন, তাহলে একটা আশা দিতে পারি। এখন যদি না খেলায়, তাহলে কী আশা দেব? আগে দেখি খেলায় কি না।’
সাকিব-লিটনদের এনওসি নিয়ে পাপন বলেছেন, ‘আমকে তো কিছু জানাইনি। আপনারা (সাংবাদিকেরা) যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনো দিইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না, এটাই হলো সমস্যা। এখন পর্যন্ত প্রথম টেস্ট না-ও খেলতে পারে। তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে।’
পাপন আরও যোগ করেন, ‘আমরা ওদের বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল, ওরা কখন খালি থাকবে আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনো দিন পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার।’
সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে যাওয়া-না যাওয়া নিয়ে জল ঘোলা যেন শেষই হচ্ছে না। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। অথচ সাকিবরা কবে যাবেন, সেটা এখনো ধোঁয়াশায়। আজ চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড শেষ টি-টোয়েন্টি শেষে নাজমুল হাসান পাপনও সাকিবদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘খেলাবে কি না, সেটাই তো জানি না। এখন আপনারা যদি আমাকে চূড়ান্ত করেন, তাহলে একটা আশা দিতে পারি। এখন যদি না খেলায়, তাহলে কী আশা দেব? আগে দেখি খেলায় কি না।’
সাকিব-লিটনদের এনওসি নিয়ে পাপন বলেছেন, ‘আমকে তো কিছু জানাইনি। আপনারা (সাংবাদিকেরা) যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনো দিইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না, এটাই হলো সমস্যা। এখন পর্যন্ত প্রথম টেস্ট না-ও খেলতে পারে। তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে।’
পাপন আরও যোগ করেন, ‘আমরা ওদের বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল, ওরা কখন খালি থাকবে আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনো দিন পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার।’
পারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৩৩ মিনিট আগেমিরপুরের উইকেটে সব সময়ই স্পিনাররা মোটামুটি সহায়তা পেয়ে থাকেন। নাসুম আহমেদের জন্যও বিশেষ কিছু মিরপুর শেরেবাংলার উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাঠে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এরই মধ্যে। বিপিএলেও এ মাঠে...
৩ ঘণ্টা আগেগুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ৯ বছর পর আবারও জাতীয় হকি দলের ডেরায় ফিরলেন আ ন ম মামুন উর রশীদ। আসন্ন এএইচএফ কাপে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে তার সহকারী হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।
৩ ঘণ্টা আগেসিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ‘কনকাশন বদলি’ বিতর্ক এখনো শেষ হয়নি! এ নিয়ে এবার মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হিসেবে পেসার হর্ষিত রানাকে নেওয়াটা অন্যায় বলেও মনে করেন গাভাস্কার।
৪ ঘণ্টা আগে