নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে যাওয়া-না যাওয়া নিয়ে জল ঘোলা যেন শেষই হচ্ছে না। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। অথচ সাকিবরা কবে যাবেন, সেটা এখনো ধোঁয়াশায়। আজ চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড শেষ টি-টোয়েন্টি শেষে নাজমুল হাসান পাপনও সাকিবদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘খেলাবে কি না, সেটাই তো জানি না। এখন আপনারা যদি আমাকে চূড়ান্ত করেন, তাহলে একটা আশা দিতে পারি। এখন যদি না খেলায়, তাহলে কী আশা দেব? আগে দেখি খেলায় কি না।’
সাকিব-লিটনদের এনওসি নিয়ে পাপন বলেছেন, ‘আমকে তো কিছু জানাইনি। আপনারা (সাংবাদিকেরা) যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনো দিইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না, এটাই হলো সমস্যা। এখন পর্যন্ত প্রথম টেস্ট না-ও খেলতে পারে। তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে।’
পাপন আরও যোগ করেন, ‘আমরা ওদের বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল, ওরা কখন খালি থাকবে আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনো দিন পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার।’
সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে যাওয়া-না যাওয়া নিয়ে জল ঘোলা যেন শেষই হচ্ছে না। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। অথচ সাকিবরা কবে যাবেন, সেটা এখনো ধোঁয়াশায়। আজ চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড শেষ টি-টোয়েন্টি শেষে নাজমুল হাসান পাপনও সাকিবদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘খেলাবে কি না, সেটাই তো জানি না। এখন আপনারা যদি আমাকে চূড়ান্ত করেন, তাহলে একটা আশা দিতে পারি। এখন যদি না খেলায়, তাহলে কী আশা দেব? আগে দেখি খেলায় কি না।’
সাকিব-লিটনদের এনওসি নিয়ে পাপন বলেছেন, ‘আমকে তো কিছু জানাইনি। আপনারা (সাংবাদিকেরা) যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। আমরা এখনো দিইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের। এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। আমরা জানি না, এটাই হলো সমস্যা। এখন পর্যন্ত প্রথম টেস্ট না-ও খেলতে পারে। তার মানে এই তো না যে আইপিএল খেলতে যাচ্ছে।’
পাপন আরও যোগ করেন, ‘আমরা ওদের বলেছি...আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল, ওরা কখন খালি থাকবে আমরা ওদের বলেছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনো দিন পরিবর্তন হয়, তাহলে বিসিবি আপনাদের জানাবে। এটাই আমি বলছি বারবার।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে