Ajker Patrika

মিরপুর টেস্টে অনিশ্চিত তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টে অনিশ্চিত তামিম

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল প্রথমবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগের দিন বাংলাদেশ দলে প্রথম দুঃসংবাদ আসে তাসকিন আহমেদের চোট। সাইড স্ট্রেইনের চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন এ পেসার। এরপরই সন্ধ্যায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের খেলাও অনিশ্চিত। 

তামিমে সন্তানের অসুস্থতার কথা উল্লেখ করে জালাল ইউনুস বলেছেন, ‘তামিম ইকবালের পরিবারে তার ছেলে খুব অসুস্থ। সন্তানকে নিয়ে সে ব্যস্ত আছে। শেষ মুহূর্তে সে খেলবে কি না আমারা নিশ্চিত নয়। তবু আশা করি সে খেলবে।’ 

তাসকিনের চোট নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘তাসকিনের সাইড স্ট্রেইনের চোট। বড় ধরনের চোট। তাকে অনেক দিন বিশ্রামে থাকতে হবে। চার সপ্তাহ লাগবে সেরে উঠতে।’ 

তবু জালাল ইউনুস আশাবাদী যারা দলে আছেন তারা ভালো খেলবেন, ‘এ ছাড়া দলে আর কোনো সমস্যা নেই। যারা দলে আছেন তারাও প্রমাণিত, সামর্থ্য রয়েছে ভালো কিছু করার।’ 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজের একমাত্র টেস্ট। এটা হবে দুই দলের মধ্যে প্রথম পাঁচ দিনের ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত