Ajker Patrika

এটা হতেই পারে, আয়ারল্যান্ডের কাছে হারের ব্যাখ্যায় সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এটা হতেই পারে, আয়ারল্যান্ডের কাছে হারের ব্যাখ্যায় সাকিব

প্রথম দুই ম্যাচের দাপুটে ক্রিকেট আজ আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে সফরের প্রথম জয়ের হাসি হেসেছে আয়ারল্যান্ড। তবে হেরে হতাশ নন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের কাছে, এমন হতেই পারে। 

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। পাওয়ার প্লের মধ্যে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দ্রুত উইকেট হারালেও পরের ব্যাটাররাও আক্রমণাত্মক মানসিকতা বজায় রাখেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের কাছে জানতে চাওয়া হয় দ্রুত ৪ উইকেট হারানোর পর মানসিকতায় পরিবর্তন আনা যেত কি না? 

সাকিব বলেছেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। নিয়মিত উইকেট হারিয়েছি। কিন্তু আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাচ্ছি, এমনটা হতেই পারে। আমরা আমাদের অ্যাপ্রোচ পরিবর্তন করতে চাইনি। আমরা যদি ভালো দল হতে চাই, তাহলে এভাবেই খেলতে হবে। হয়তো কিছু ম্যাচে ব্যর্থ হব।’

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। এবার ঢাকায় একমাত্র টেস্ট। আগামী ৪ এপ্রিল শুরু হবে এই টেস্ট। টেস্ট নিয়ে সাকিব বলেছেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা টেস্ট খেলব। দেখা যাক, আমরা কি করতে পারি। ইংল্যান্ড সিরিজের পর আমরা দারুণ ক্রিকেট খেলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত