Ajker Patrika

‘সাকিব-লিটনকে ছাড়া খেলার মতো অবস্থা এখনো হয়নি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সাকিব-লিটনকে ছাড়া খেলার মতো অবস্থা এখনো হয়নি’

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ। তবে দলের অনুশীলনে নেই অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক সংবাদমাধ্যমের কথা বলেছেন। তাঁর মতে, সাকিব-লিটন দাসদের ছাড়া খেলার মতো অবস্থায় এখনো দল যায়নি। 

সাকিব-লিটন থাকলে দলের পরিবেশ ভালো থাকে বলেও মনে করেন রাজ্জাক। তিনি বলেন, ‘সাকিব অধিনায়ক, লিটন দলের অন্যতম প্রধান খেলোয়াড়। ওরা দলে থাকলে পরিবেশ বদলে যায়। তা-ই হচ্ছে আসলে। আইপিএল নিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আছে, একই সঙ্গে খেলোয়াড়রা কী চাচ্ছে ওটাও একটা বিষয়। আমার দিক থেকে বলব, সেরা দলটাই খেলুক, যেহেতু এটা টেস্ট ম্যাচ। আমার মনে হয় না, কখনো কোনো টেস্ট ম্যাচকে বা দলকে হালকাভাবে নেওয়া উচিত। টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। আরেকদিক থেকে যদি বলেন...ওইরকম পরিস্থিতিতে (সাকিব-লিটনদের ছাড়া খেলা) আসলে আমরা এখনো যাইনি। আমাদের দলে ৪-৫ জন খেলোয়াড় না থাকলে সমস্যা হবে না এখনো ঐ পর্যায়ে যাইনি, সময় লাগবে।’ 

সাকিব-লিটন দুজনকে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী পরশু টেস্টের জন্য শুরু থেকে এনওসি পাননি তাঁরা। সাকিব-লিটনদের আইপিএলে যাওয়ার এনওসি ইস্যুতে রাজ্জাক বলেছেন, ‘আমি খেলোয়াড় বা দলের বিরোধী কেউ না।’ রাজ্জাকের কাছে মূলত প্রশ্নটা ছিল, আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলানো যেত কি না। রাজ্জাক অবশ্য কৌশলী উত্তরই দিয়েছেন, ‘একেকজন একেকরকম মন্তব্য থাকবে। যার যেটা মনে হবে তিনি সেটা বলবেন। আমি সবার মন্তব্যকেই সম্মান করি। এটা যার যার ব্যক্তিগত কথা। দিন শেষে সিদ্ধান্ত বিসিবির। বিসিবি যে সিদ্ধান্ত নেবে, তাতে আমি সাধুবাদ জানাই। এনওসি দিলেও আমার কোনো সমস্যা ছিল না, দেয়নি এতেও আমার কোনো সমস্যা নেই, আমি খুশি। আমি খেলোয়াড় বা দলের বিরোধী কেউ না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত