নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ। তবে দলের অনুশীলনে নেই অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক সংবাদমাধ্যমের কথা বলেছেন। তাঁর মতে, সাকিব-লিটন দাসদের ছাড়া খেলার মতো অবস্থায় এখনো দল যায়নি।
সাকিব-লিটন থাকলে দলের পরিবেশ ভালো থাকে বলেও মনে করেন রাজ্জাক। তিনি বলেন, ‘সাকিব অধিনায়ক, লিটন দলের অন্যতম প্রধান খেলোয়াড়। ওরা দলে থাকলে পরিবেশ বদলে যায়। তা-ই হচ্ছে আসলে। আইপিএল নিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আছে, একই সঙ্গে খেলোয়াড়রা কী চাচ্ছে ওটাও একটা বিষয়। আমার দিক থেকে বলব, সেরা দলটাই খেলুক, যেহেতু এটা টেস্ট ম্যাচ। আমার মনে হয় না, কখনো কোনো টেস্ট ম্যাচকে বা দলকে হালকাভাবে নেওয়া উচিত। টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। আরেকদিক থেকে যদি বলেন...ওইরকম পরিস্থিতিতে (সাকিব-লিটনদের ছাড়া খেলা) আসলে আমরা এখনো যাইনি। আমাদের দলে ৪-৫ জন খেলোয়াড় না থাকলে সমস্যা হবে না এখনো ঐ পর্যায়ে যাইনি, সময় লাগবে।’
সাকিব-লিটন দুজনকে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী পরশু টেস্টের জন্য শুরু থেকে এনওসি পাননি তাঁরা। সাকিব-লিটনদের আইপিএলে যাওয়ার এনওসি ইস্যুতে রাজ্জাক বলেছেন, ‘আমি খেলোয়াড় বা দলের বিরোধী কেউ না।’ রাজ্জাকের কাছে মূলত প্রশ্নটা ছিল, আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলানো যেত কি না। রাজ্জাক অবশ্য কৌশলী উত্তরই দিয়েছেন, ‘একেকজন একেকরকম মন্তব্য থাকবে। যার যেটা মনে হবে তিনি সেটা বলবেন। আমি সবার মন্তব্যকেই সম্মান করি। এটা যার যার ব্যক্তিগত কথা। দিন শেষে সিদ্ধান্ত বিসিবির। বিসিবি যে সিদ্ধান্ত নেবে, তাতে আমি সাধুবাদ জানাই। এনওসি দিলেও আমার কোনো সমস্যা ছিল না, দেয়নি এতেও আমার কোনো সমস্যা নেই, আমি খুশি। আমি খেলোয়াড় বা দলের বিরোধী কেউ না।’
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ। তবে দলের অনুশীলনে নেই অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক সংবাদমাধ্যমের কথা বলেছেন। তাঁর মতে, সাকিব-লিটন দাসদের ছাড়া খেলার মতো অবস্থায় এখনো দল যায়নি।
সাকিব-লিটন থাকলে দলের পরিবেশ ভালো থাকে বলেও মনে করেন রাজ্জাক। তিনি বলেন, ‘সাকিব অধিনায়ক, লিটন দলের অন্যতম প্রধান খেলোয়াড়। ওরা দলে থাকলে পরিবেশ বদলে যায়। তা-ই হচ্ছে আসলে। আইপিএল নিয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আছে, একই সঙ্গে খেলোয়াড়রা কী চাচ্ছে ওটাও একটা বিষয়। আমার দিক থেকে বলব, সেরা দলটাই খেলুক, যেহেতু এটা টেস্ট ম্যাচ। আমার মনে হয় না, কখনো কোনো টেস্ট ম্যাচকে বা দলকে হালকাভাবে নেওয়া উচিত। টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। আরেকদিক থেকে যদি বলেন...ওইরকম পরিস্থিতিতে (সাকিব-লিটনদের ছাড়া খেলা) আসলে আমরা এখনো যাইনি। আমাদের দলে ৪-৫ জন খেলোয়াড় না থাকলে সমস্যা হবে না এখনো ঐ পর্যায়ে যাইনি, সময় লাগবে।’
সাকিব-লিটন দুজনকে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী পরশু টেস্টের জন্য শুরু থেকে এনওসি পাননি তাঁরা। সাকিব-লিটনদের আইপিএলে যাওয়ার এনওসি ইস্যুতে রাজ্জাক বলেছেন, ‘আমি খেলোয়াড় বা দলের বিরোধী কেউ না।’ রাজ্জাকের কাছে মূলত প্রশ্নটা ছিল, আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলানো যেত কি না। রাজ্জাক অবশ্য কৌশলী উত্তরই দিয়েছেন, ‘একেকজন একেকরকম মন্তব্য থাকবে। যার যেটা মনে হবে তিনি সেটা বলবেন। আমি সবার মন্তব্যকেই সম্মান করি। এটা যার যার ব্যক্তিগত কথা। দিন শেষে সিদ্ধান্ত বিসিবির। বিসিবি যে সিদ্ধান্ত নেবে, তাতে আমি সাধুবাদ জানাই। এনওসি দিলেও আমার কোনো সমস্যা ছিল না, দেয়নি এতেও আমার কোনো সমস্যা নেই, আমি খুশি। আমি খেলোয়াড় বা দলের বিরোধী কেউ না।’
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
১৪ মিনিট আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
৩০ মিনিট আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২ ঘণ্টা আগে