লাইছ ত্বোহা, ঢাকা
ফুল প্যান্ট, হাফ হাতার শার্ট পরা ভদ্রলোকের পাশেই বসা এক নারী। তাঁরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিমের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা দেখছেন মনোযোগী দৃষ্টিতে।
পরিচয় হতেই ভদ্রলোক বললেন, ‘আমি অ্যাশলি বালবির্নি, অ্যান্ড্রু বালবির্নির বাবা।’ পাশে তাঁর স্ত্রী আর অ্যান্ড্রু বালবির্নির মা ক্যান্ডি লাপপিন। আইরিশ অধিনায়কের বাবা-মা টেস্ট দেখতে এসেছেন ঢাকায়।
এটা অবশ্য অ্যাশলি ও লাপপিনের কাছে নতুন কিছু নয়। বাংলাদেশে প্রথমবার এলেও এর আগে ছেলের খেলা দেখতে অনেক দেশেই তাঁরা গিয়েছেন। অ্যাশলি বললেন, ‘বালবির্নির খেলা দেখতে আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জিম্বাবুয়ে, কানাডা, মালয়েশিয়া, নেদারল্যান্ডসে গিয়েছি। বাংলাদেশে এবারই প্রথম এসেছি এবং কদিন পর শ্রীলঙ্কায় যাচ্ছি প্রথমবার।’
বাংলাদেশ সফরটা বেশ উপভোগ করছেন বালবির্নির মা-বাবা। তবে ঢাকার ভয়ংকর যানজট তাঁদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে। যানজট নিয়ে অ্যাশলি বলছিলেন, ‘আমি খুব বেশি যানজট দেখিনি। কারণ, আমার চোখ বন্ধ ছিল! এটা আমার জন্য খুবই ভয়ংকর অভিজ্ঞতা।’ ৩-৪ কোটি মানুষের বসবাস ঢাকায়। সেখানে পুরো আয়ারল্যান্ডের জনসংখ্যা মাত্র সাড়ে ৫০ লাখ। ঢাকার জনঘনত্ব একটু অবাকই করছে বালবির্নির মা-বাবাকে।
ছেলে খেলেন, নিয়মিত ক্রিকেটের খোঁজখবর রাখবেন, সেটাই স্বাভাবিক। প্রতিপক্ষ হলেও বাংলাদেশ দলের খেলা দেখে তাঁরা মুগ্ধ। তো বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা বেশি ভালো লাগে? এক চিলতে হাসিতে অ্যাশলি বললেন, ‘সত্যিই তাসকিনকে নিয়ে মুগ্ধ। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা বলতেই হবে। লিটন দাসও অসাধারণ ব্যাটার।’ রসিকতার সুরে নিজের একটা চাওয়ার কথাও জানিয়ে রাখলেন তিনি, ‘সুযোগ থাকলে চাইতাম সাকিব আয়ারল্যান্ডের হয়ে খেলুক। তার মতো খেলোয়াড় পেতে ভাগ্য লাগে। তামিমকেও চাইতাম হয়তো।’
অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। আয়ারল্যান্ড নিয়ে অ্যাশলির প্রত্যাশা, ‘আশা করি আসব (বিশ্বকাপে)। তবে তার আগে আমাদের জিম্বাবুয়েতে বাছাই পর্ব খেলতে হবে। সেটা পার করতে হবে আমাদের অথবা তার আগে (দেশের মাঠে) বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে হবে।’
ফুল প্যান্ট, হাফ হাতার শার্ট পরা ভদ্রলোকের পাশেই বসা এক নারী। তাঁরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিমের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা দেখছেন মনোযোগী দৃষ্টিতে।
পরিচয় হতেই ভদ্রলোক বললেন, ‘আমি অ্যাশলি বালবির্নি, অ্যান্ড্রু বালবির্নির বাবা।’ পাশে তাঁর স্ত্রী আর অ্যান্ড্রু বালবির্নির মা ক্যান্ডি লাপপিন। আইরিশ অধিনায়কের বাবা-মা টেস্ট দেখতে এসেছেন ঢাকায়।
এটা অবশ্য অ্যাশলি ও লাপপিনের কাছে নতুন কিছু নয়। বাংলাদেশে প্রথমবার এলেও এর আগে ছেলের খেলা দেখতে অনেক দেশেই তাঁরা গিয়েছেন। অ্যাশলি বললেন, ‘বালবির্নির খেলা দেখতে আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জিম্বাবুয়ে, কানাডা, মালয়েশিয়া, নেদারল্যান্ডসে গিয়েছি। বাংলাদেশে এবারই প্রথম এসেছি এবং কদিন পর শ্রীলঙ্কায় যাচ্ছি প্রথমবার।’
বাংলাদেশ সফরটা বেশ উপভোগ করছেন বালবির্নির মা-বাবা। তবে ঢাকার ভয়ংকর যানজট তাঁদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে। যানজট নিয়ে অ্যাশলি বলছিলেন, ‘আমি খুব বেশি যানজট দেখিনি। কারণ, আমার চোখ বন্ধ ছিল! এটা আমার জন্য খুবই ভয়ংকর অভিজ্ঞতা।’ ৩-৪ কোটি মানুষের বসবাস ঢাকায়। সেখানে পুরো আয়ারল্যান্ডের জনসংখ্যা মাত্র সাড়ে ৫০ লাখ। ঢাকার জনঘনত্ব একটু অবাকই করছে বালবির্নির মা-বাবাকে।
ছেলে খেলেন, নিয়মিত ক্রিকেটের খোঁজখবর রাখবেন, সেটাই স্বাভাবিক। প্রতিপক্ষ হলেও বাংলাদেশ দলের খেলা দেখে তাঁরা মুগ্ধ। তো বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা বেশি ভালো লাগে? এক চিলতে হাসিতে অ্যাশলি বললেন, ‘সত্যিই তাসকিনকে নিয়ে মুগ্ধ। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা বলতেই হবে। লিটন দাসও অসাধারণ ব্যাটার।’ রসিকতার সুরে নিজের একটা চাওয়ার কথাও জানিয়ে রাখলেন তিনি, ‘সুযোগ থাকলে চাইতাম সাকিব আয়ারল্যান্ডের হয়ে খেলুক। তার মতো খেলোয়াড় পেতে ভাগ্য লাগে। তামিমকেও চাইতাম হয়তো।’
অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। আয়ারল্যান্ড নিয়ে অ্যাশলির প্রত্যাশা, ‘আশা করি আসব (বিশ্বকাপে)। তবে তার আগে আমাদের জিম্বাবুয়েতে বাছাই পর্ব খেলতে হবে। সেটা পার করতে হবে আমাদের অথবা তার আগে (দেশের মাঠে) বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে হবে।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে