নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আইরিশরা। এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা। সেখানে দল হিসেবে বাংলাদেশের টেস্ট খেলার সংখ্যা ১৩৬টি।
টেস্টে নিজেরা র্যাঙ্কিংয়ের নিচে হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ ওপরের সারির দলগুলোর সঙ্গে খেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে ব্যতিক্রম বলা যায়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও পেছনে আইরিশরা। আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সময় মনোযোগ আরও বেশি রাখতে হয় মনে করেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘ছোট ছোট দলের সঙ্গে খেলতে গেলে কিছু কিছু জিনিস...। আমার কাছে মনে হয় বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে বেশি মনোযোগ থাকে। মনোযোগটা বেশি থাকে এ জন্য...হার-জিতের চিন্তা তো আমাদের ব্যাক অব দ্য মাইন্ডে থাকেই। দিনশেষে ভালো করার যে উদ্যোগ এটা কিন্তু করতে হবে। রেকর্ড কিন্তু আপনি দেখেন...ভারতের সঙ্গে ১০০ করলে রেকর্ড থাকবে, আয়ারল্যান্ডের সঙ্গে করলেও ১০০ তা-ই থাকবে। খাতা কিন্তু বদলাবে না। অমুক দল, এ রকম বলা হবে না।
এ ক্ষেত্রে অনুভূতির ব্যাপারটাও একই বলে মনে করেন মিরাজ। তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললেও একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি কাজ করে আমাদের। যেটা আপনি বললেন ওটা হচ্ছে ফলাফল কী হবে, না হবে। এটা পরের বিষয়। আগের কাজটা তো আমাদের করতে হবে। হারলে কী হবে বা না হবে, তা নিয়ে আমরা কখনো চিন্তিত না। আমরা চেষ্টা করি সব সময় বর্তমানে থাকার জন্য। এখন কী হচ্ছে, কী করব এটার ভেতরই চেষ্টা করি থাকার জন্য।’
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আইরিশরা। এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা। সেখানে দল হিসেবে বাংলাদেশের টেস্ট খেলার সংখ্যা ১৩৬টি।
টেস্টে নিজেরা র্যাঙ্কিংয়ের নিচে হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ ওপরের সারির দলগুলোর সঙ্গে খেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে ব্যতিক্রম বলা যায়। র্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও পেছনে আইরিশরা। আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সময় মনোযোগ আরও বেশি রাখতে হয় মনে করেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘ছোট ছোট দলের সঙ্গে খেলতে গেলে কিছু কিছু জিনিস...। আমার কাছে মনে হয় বড় দলের চেয়ে ছোট দলের সঙ্গে বেশি মনোযোগ থাকে। মনোযোগটা বেশি থাকে এ জন্য...হার-জিতের চিন্তা তো আমাদের ব্যাক অব দ্য মাইন্ডে থাকেই। দিনশেষে ভালো করার যে উদ্যোগ এটা কিন্তু করতে হবে। রেকর্ড কিন্তু আপনি দেখেন...ভারতের সঙ্গে ১০০ করলে রেকর্ড থাকবে, আয়ারল্যান্ডের সঙ্গে করলেও ১০০ তা-ই থাকবে। খাতা কিন্তু বদলাবে না। অমুক দল, এ রকম বলা হবে না।
এ ক্ষেত্রে অনুভূতির ব্যাপারটাও একই বলে মনে করেন মিরাজ। তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললেও একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি কাজ করে আমাদের। যেটা আপনি বললেন ওটা হচ্ছে ফলাফল কী হবে, না হবে। এটা পরের বিষয়। আগের কাজটা তো আমাদের করতে হবে। হারলে কী হবে বা না হবে, তা নিয়ে আমরা কখনো চিন্তিত না। আমরা চেষ্টা করি সব সময় বর্তমানে থাকার জন্য। এখন কী হচ্ছে, কী করব এটার ভেতরই চেষ্টা করি থাকার জন্য।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২১ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে