Ajker Patrika

আয়ারল্যান্ডকে ২১৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয়ারল্যান্ডকে ২১৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

চা-বিরতির পর দ্রুতই আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার ছেঁটে ফেলেছে বাংলাদেশ। মিরপুরে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে শেষ হয়ে গেছে আইরিশদের ইনিংস। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি আয়ারল্যান্ডের ব্যাটাররা।

 ৬ উইকেটে ১৪৫ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। দিনের শেষ সেশনে তারা তুলেছে রান। অ্যান্ড্রু ম্যাকব্রাইনকে তুলে নিয়ে এই সেশনে বাংলাদেশকে প্রথম উচ্ছ্বাসে ভাসান ইবাদত হোসেন। ৫৫ বলে ১৯ রান করেন ম্যাকব্রাইন। ১২৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর লরকান টাকারকে নিয়ে সপ্তম উইকেটে ৩৫ রান যোগ করেন ম্যাকব্রাইন। 

হতাশায় পোড়েন টাকারও। দারুণ খেলতে খেলতে আউট হয়েছেন হাফ সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে। তাইজুল ইসলামের বলে লিটন দাসের  স্টাম্পিংয়ের শিকার হয়ে টাকার ফিরেছেন ৩৭ রানে। তাঁর ইনিংসে ৩টি চারের মার আছে। এরপর তাইজুল দ্রুতই মার্ক  অ্যাডায়ারকে তুলে নেন।

আইরিশদের শেষ ব্যাটার গ্রাহাম হিউমকে বোল্ড করে ইনিংসের সমাপ্তি টেনে  দেন  মেহেদী হাসান মিরাজ। আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেছেন হ্যারি টেক্টর। ইবাদত হোসেন ও মিরাজ ২টি করে ও তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত