Ajker Patrika

দিনটা বাংলাদেশের হতে দিলেন না তামিম-শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭: ৫৯
দিনটা বাংলাদেশের হতে দিলেন না তামিম-শান্ত

দিনের শেষ বলটাই বিপদে ফেলে দিল বাংলাদেশকে। অ্যান্ডি ম্যাকব্রাইনের হাঁটুর ওপরের টার্ন করা ডেলিভারি তামিম ইকবালের ব্যাট ছুঁয়ে স্লিপে মার্ক অ্যাডায়ারের হাতে ধরা পড়ে। উল্লাসে রীতিমতো লাফিয়ে ওঠেন আইরিশ ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্তর পর দিনের শেষ বলে গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করে বুনো উল্লাস করতেই পারেন সফরকারীরা। 

তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বেশি সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। ২১৪ রানেই সফরকারীদের থামিয়ে দিয়েছে বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৩৪ রান করেছে স্বাগতিকেরা। তাতে প্রথম দিনের পারফরম্যান্সে ম্যাচ নিয়ন্ত্রণে দুই দলই সমপর্যায়ে আছে। 

আয়ারল্যান্ডের চেয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। দিন শেষে মুমিনুল হক ২৩ বলে ১২ রানে অপরাজিত আছেন। এর আগে ফিল্ডিংয়ের সময় কনুইয়ে চোট পাওয়া তামিমকে নিয়ে সংশয়ের গুঞ্জন উঠলেও ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে সেটি অবশ্য উড়িয়ে দেন তিনি। 

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটাও ভালো হয়নি। প্রথম ওভারেই মার্ক অ্যাডায়ার দারুণ এক ডেলিভারিতে ড্রেসিংরুমে ফেরান শান্তকে। অ্যাডায়ারের একটি বল ব্যাটের কানায় লেগে (ইনসাইড এজ) স্টাম্পে লাগে, তাতে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘গোল্ডেন ডাকে’ আউট হয়ে ফেরেন শান্ত। এরপর ৩৬ বলে ২১ রান করে ফেরেন তামিম। 

চা-বিরতির পর দ্রুতই আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার ছেঁটে ফেলেছে বাংলাদেশ। মিরপুরে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে শেষ হয়ে গেছে আইরিশদের ইনিংস। 

 ৬ উইকেটে ১৪৫ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। দিনের শেষ সেশনে তারা তুলেছে রান। ম্যাকব্রাইনকে তুলে নিয়ে এই সেশনে বাংলাদেশকে প্রথম উচ্ছ্বাসে ভাসান ইবাদত হোসেন। ৫৫ বলে ১৯ রান করেন ম্যাকব্রাইন। ১২৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর লরকান টাকারকে নিয়ে সপ্তম উইকেটে ৩৫ রান যোগ করেন ম্যাকব্রাইন। 

হতাশায় পোড়েন টাকারও। দারুণ খেলতে খেলতে আউট হয়েছেন হাফ সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে। তাইজুল ইসলামের বলে লিটন দাসের স্টাম্পিংয়ের শিকার হয়ে টাকার ফিরেছেন ৩৭ রানে। তাঁর ইনিংসে ৩টি চারের মার আছে। এরপর তাইজুল দ্রুতই অ্যাডায়ারকে তুলে নেন। 

আইরিশদের শেষ ব্যাটার গ্রাহাম হিউমকে বোল্ড করে ইনিংসের সমাপ্তি টেনে দেন মেহেদী হাসান মিরাজ। আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেছেন টেক্টর। ইবাদত হোসেন ও মিরাজ ২টি করে ও তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত