Ajker Patrika

ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন তামিম-শরীফুল-ইবাদত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১: ০২
Thumbnail image

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। দুই দলের মধ্যে এটিই হবে প্রথম টেস্ট। 

অন্যদিকে বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১৪ সালের পর একাদশে তিন পেসার নিয়ে টেস্ট খেলছে বাংলাদেশ।

শরীফুল, ইবাদতের সঙ্গে আছেন খালেদ আহমেদ। তিন পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আছেন একাদশে। 

২০১৯ সালের পর টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে সাত ক্রিকেটারের। বাংলাদেশের ১৩৭তম হলেও নিজেদের চতুর্থ টেস্ট খেলছে আইরিশরা। 

বাংলাদেশ একাদশ:  তামিম ইকবাল, মুমিনুল হক, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। 

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), অ্যান্ড্রু ম্যাকব্রিন, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম, বেন হোয়াইট, মারে কামিন্স, পিটার মুর ও জেমস ম্যাককোলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত