দেশের মাঠে তাসকিনদের অনন্য রেকর্ড
বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর টেস্টে দেখা গেছে কিছু ব্যতিক্রম দৃশ্য। চার স্লিপ, গালি, শর্ট কাভার নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং সাজায় বাংলাদেশ। সাজানো গোছানো ফিল্ডিংয়ের এই সুবিধাটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা। দেশের মাঠে করেছেন অনন্য রেকর্ড।