নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ। তাই জয়ের পর একটু বেশি খুশিই যেন দেখা গেল লিটন দাসকে। ৫৪৬ রানের জয়ের পর মুখে তৃপ্তির হাসি নিয়ে ঢুকলেন সংবাদ সম্মেলনকক্ষে। আর বেরিয়ে গেলেন লম্বা সংবাদ সম্মেলন করে। লিটনের ক্ষেত্রে যেটি সচরাচর দেখা যায় না। কিন্তু প্রথমবার টেস্টের নেতৃত্ব দেওয়া লিটনকে যে এই জয় বেশ প্রভাবিত করেছে, তা আর স্পষ্ট করার দরকার হয় না।
চোটে পড়ে সাকিব আল হাসান ছিলেন না আফগানিস্তান টেস্টের দলে। সহ-অধিনায়ক লিটনের কাঁধে আসে নেতৃত্বের ভার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই অধিনায়কত্ব করেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকও হয়ে গেল। ব্যাটিং ও উইকেটরক্ষকের দায়িত্বের সঙ্গে অধিনায়কত্ব—চাপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু লিটন চাপের চেয়ে অধিনায়কত্ব উপভোগই করেছেন বেশ।
মিরপুর টেস্টে জয়ের পর লিটন বললেন, ‘অধিনায়কত্ব অনেক উপভোগ করেছি। বোলাররা আমাকে যথেষ্ট সমর্থন দিয়েছে। উইকেটের পেছনে দাঁড়ায়ে আমি দেখব বোলাররা বল সুইং করাচ্ছে, স্লিপে বল যাচ্ছে। কিপিং করতেও মজা। আর আমি যদি অধিনায়ক থাকি, সে ক্ষেত্রে আরও ভালো লাগে, যেকোনো মুহূর্তে উইকেট পড়ার সুযোগ থাকে।’
ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত রয়েছেন ধারাবাহিক ছন্দে। আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ১৪৬ ও ১২৪ রানের দুটি ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ২৭০ রান করেছেন ম্যাচ-সেরা শান্ত। দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তানও এত রান করতে পারেনি। শান্তর ধারাবাহিক রান করার পেছনে ওর প্রসেসের পরিবর্তন দেখছেন লিটন।
এক বছর আগেও শান্তর ধারাবাহিক খারাপ পারফরম্যান্স নিয়ে অনেক আলোচন হয়েছিল। লিটনও একই রকম সময় পার করে এলেন। শান্তকে নিজের এই ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শে দিয়ে লিটন বললেন, ‘দেখেন, শান্তর জায়গায় আমিও ছিলাম কিছুদিন আগে। শান্তর সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে আগে। জনি না কতটুকু হেল্প হয়েছে তার। আমি যেটা বিশ্বাস করি, তার অনুশীলনের পদ্ধতিতে অনেক পরিবর্তন হয়েছে। আগে যেভাবে অনুশীলন করত, তার থেকে একটু গোছানো এখন।’
নিজের দুর্বলতা খুঁজে বের করে তা নিয়ে কাজ করায় শান্তর এমন পরিবর্তন হয়েছে বলে মনে করছেন লিটন। বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে থাকবেন, অনেক কিছু জানবেন। আপনার সমস্যা কী হচ্ছে, কোন জায়গা আপনার শক্তি, কোন জায়গায় দুর্বল—এ বিষয়গুলো ভালোভাবে খুঁজে বের করেছে। সেগুলো নিয়ে অনুশীলন করছে। এটা অনেক ভালো দিক, আমি চাই ও সব সময় এটা করে যাক। যেভাবে খেলছে, এটা সব সময় ধরে রাখুক। কিন্তু একটা সময় আবার খেলোয়াড়দের এমন সময় আসবে। কিন্তু সে যেন এই জিনিসটা ধরে রাখতে পারে। কীভাবে সে সফল হয়েছে, এটা যদি বুঝতে পারে, আমার মনে হয় সব সময় করতে পারবে জিনিসটা।’
টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ। তাই জয়ের পর একটু বেশি খুশিই যেন দেখা গেল লিটন দাসকে। ৫৪৬ রানের জয়ের পর মুখে তৃপ্তির হাসি নিয়ে ঢুকলেন সংবাদ সম্মেলনকক্ষে। আর বেরিয়ে গেলেন লম্বা সংবাদ সম্মেলন করে। লিটনের ক্ষেত্রে যেটি সচরাচর দেখা যায় না। কিন্তু প্রথমবার টেস্টের নেতৃত্ব দেওয়া লিটনকে যে এই জয় বেশ প্রভাবিত করেছে, তা আর স্পষ্ট করার দরকার হয় না।
চোটে পড়ে সাকিব আল হাসান ছিলেন না আফগানিস্তান টেস্টের দলে। সহ-অধিনায়ক লিটনের কাঁধে আসে নেতৃত্বের ভার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই অধিনায়কত্ব করেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকও হয়ে গেল। ব্যাটিং ও উইকেটরক্ষকের দায়িত্বের সঙ্গে অধিনায়কত্ব—চাপ থাকাটাই স্বাভাবিক। কিন্তু লিটন চাপের চেয়ে অধিনায়কত্ব উপভোগই করেছেন বেশ।
মিরপুর টেস্টে জয়ের পর লিটন বললেন, ‘অধিনায়কত্ব অনেক উপভোগ করেছি। বোলাররা আমাকে যথেষ্ট সমর্থন দিয়েছে। উইকেটের পেছনে দাঁড়ায়ে আমি দেখব বোলাররা বল সুইং করাচ্ছে, স্লিপে বল যাচ্ছে। কিপিং করতেও মজা। আর আমি যদি অধিনায়ক থাকি, সে ক্ষেত্রে আরও ভালো লাগে, যেকোনো মুহূর্তে উইকেট পড়ার সুযোগ থাকে।’
ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত রয়েছেন ধারাবাহিক ছন্দে। আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ১৪৬ ও ১২৪ রানের দুটি ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ২৭০ রান করেছেন ম্যাচ-সেরা শান্ত। দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তানও এত রান করতে পারেনি। শান্তর ধারাবাহিক রান করার পেছনে ওর প্রসেসের পরিবর্তন দেখছেন লিটন।
এক বছর আগেও শান্তর ধারাবাহিক খারাপ পারফরম্যান্স নিয়ে অনেক আলোচন হয়েছিল। লিটনও একই রকম সময় পার করে এলেন। শান্তকে নিজের এই ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শে দিয়ে লিটন বললেন, ‘দেখেন, শান্তর জায়গায় আমিও ছিলাম কিছুদিন আগে। শান্তর সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে আগে। জনি না কতটুকু হেল্প হয়েছে তার। আমি যেটা বিশ্বাস করি, তার অনুশীলনের পদ্ধতিতে অনেক পরিবর্তন হয়েছে। আগে যেভাবে অনুশীলন করত, তার থেকে একটু গোছানো এখন।’
নিজের দুর্বলতা খুঁজে বের করে তা নিয়ে কাজ করায় শান্তর এমন পরিবর্তন হয়েছে বলে মনে করছেন লিটন। বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে থাকবেন, অনেক কিছু জানবেন। আপনার সমস্যা কী হচ্ছে, কোন জায়গা আপনার শক্তি, কোন জায়গায় দুর্বল—এ বিষয়গুলো ভালোভাবে খুঁজে বের করেছে। সেগুলো নিয়ে অনুশীলন করছে। এটা অনেক ভালো দিক, আমি চাই ও সব সময় এটা করে যাক। যেভাবে খেলছে, এটা সব সময় ধরে রাখুক। কিন্তু একটা সময় আবার খেলোয়াড়দের এমন সময় আসবে। কিন্তু সে যেন এই জিনিসটা ধরে রাখতে পারে। কীভাবে সে সফল হয়েছে, এটা যদি বুঝতে পারে, আমার মনে হয় সব সময় করতে পারবে জিনিসটা।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
২ ঘণ্টা আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড সফরেও সুবিধা করতে পারছে না ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। ভারতের দায়িত্ব নেওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অধীনে টেস্টে সেভাবে সুফল পাচ্ছে না ভারত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের। নতুন চক্রে প্রথম সিরিজে
৪ ঘণ্টা আগে