ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
চুরি হওয়া জার্সির মূল্য সাড়ে ৬ লাখ টাকা। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তা রক্ষীকে। চুরি হওয়া জার্সিগুলো বিক্রি করা হয়েছিল হরিয়ানার এক ব্যক্তিকে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে বিসিসিআইয়ের দপ্তর থেকে চুরি হয়েছে আইপিএলের ২৬১টি জার্সি। জার্সিগুলো সব ২০২৫ আইপিএলের। প্রতিটি জার্সির দাম প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি হয়েছিল বলে জানা গেছে। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
গত ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ জানান বিসিসিআই কর্তারা। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ফারুক নামে এক নিরাপত্তা কর্মীকে। গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনা নজরে আসে। গুদাম ঘরে রাখা জার্সির হিসেব না মেলায় সন্দেহ তৈরি হয়। বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন। তাতে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তা কর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি গুদাম ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছেন।
পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন ফারুক। তিনি বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হওয়ায় বাধ্য হয়ে চুরি করেছেন। তদন্তে জানা যায়, হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীর কাছে জার্সিগুলো বিক্রি করেন তিনি। ফারুক কত টাকায় বিক্রি করেছেন, তা জানা যায়নি। চুরি যাওয়া ৫০টি জার্সি উদ্ধার হয়েছে।
ওই ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে পুলিশ। ওই ব্যবসায়ীর দাবি, তিনি জানতেন না জার্সিগুলো চুরি করা হয়েছে। ফারুক নাকি তাঁকে বলেছিলেন, বিসিসিআই দপ্তরে কাজ চলছে। ঘর খালি করার জন্য জার্সিগুলো তাঁকে বিক্রি করে দিতে বলা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
চুরি হওয়া জার্সির মূল্য সাড়ে ৬ লাখ টাকা। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তা রক্ষীকে। চুরি হওয়া জার্সিগুলো বিক্রি করা হয়েছিল হরিয়ানার এক ব্যক্তিকে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে বিসিসিআইয়ের দপ্তর থেকে চুরি হয়েছে আইপিএলের ২৬১টি জার্সি। জার্সিগুলো সব ২০২৫ আইপিএলের। প্রতিটি জার্সির দাম প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি হয়েছিল বলে জানা গেছে। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
গত ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ জানান বিসিসিআই কর্তারা। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ফারুক নামে এক নিরাপত্তা কর্মীকে। গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনা নজরে আসে। গুদাম ঘরে রাখা জার্সির হিসেব না মেলায় সন্দেহ তৈরি হয়। বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন। তাতে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তা কর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি গুদাম ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছেন।
পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন ফারুক। তিনি বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হওয়ায় বাধ্য হয়ে চুরি করেছেন। তদন্তে জানা যায়, হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীর কাছে জার্সিগুলো বিক্রি করেন তিনি। ফারুক কত টাকায় বিক্রি করেছেন, তা জানা যায়নি। চুরি যাওয়া ৫০টি জার্সি উদ্ধার হয়েছে।
ওই ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে পুলিশ। ওই ব্যবসায়ীর দাবি, তিনি জানতেন না জার্সিগুলো চুরি করা হয়েছে। ফারুক নাকি তাঁকে বলেছিলেন, বিসিসিআই দপ্তরে কাজ চলছে। ঘর খালি করার জন্য জার্সিগুলো তাঁকে বিক্রি করে দিতে বলা হয়েছে।
বাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১০ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১০ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
১৩ ঘণ্টা আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
১৩ ঘণ্টা আগে