Ajker Patrika

দেশের মাঠে তাসকিনদের অনন্য রেকর্ড

আপডেট : ১৭ জুন ২০২৩, ১৪: ০৫
দেশের মাঠে তাসকিনদের অনন্য রেকর্ড

বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর টেস্টে দেখা গেছে কিছু ব্যতিক্রম দৃশ্য। চার স্লিপ, গালি, শর্ট কাভার নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং সাজায় বাংলাদেশ। সাজানো গোছানো ফিল্ডিংয়ের এই সুবিধাটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা। দেশের মাঠে করেছেন অনন্য রেকর্ড।

প্রথম ইনিংসে ৩৯ ওভার ব্যাটিং করে ১৪৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ১০ উইকেটের ৬টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৪ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী ও শরীফুল নিয়েছেন ২ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পেসারদের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখতে থাকেন আফগান ব্যাটাররা। প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া তাসকিন এবার নিয়েছেন ৪ উইকেট। তাসকিনের সঙ্গে শরীফুল নিয়েছেন ৩ উইকেট এবং ১ উইকেট নিয়েছেন ইবাদত। আফগানদের ১৯ উইকেটের ১৪টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। এর আগে দেশের মাঠে বাংলাদেশের পেসারদের সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে এই কীর্তি গড়েন বাংলাদেশের পেসাররা।

আফগানিস্তানের বিপক্ষে ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচে রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৫৪৬ রানে জিতে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও নিজেদের করে নিল বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত