Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন রশিদ-নবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫: ৪১
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন রশিদ-নবীরা

আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারদের অনেকেই ছিলেন না বাংলাদেশের বিপক্ষে টেস্টে। সেটা অবশ্য আফগান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী হয়েছিল। টেস্টের জন্য আলাদা দল ও পরিকল্পনায় এগোতে চায় তারা, সেটা কোচ জোনাথন ট্রটও বলেছিলেন। তবু বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট ৫৪৬ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

ওয়ানডেতে অবশ্য পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে আছেন মোহাম্মদ নবী, রশিদ খানসহ সব নিয়মিত মুখ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ছিলেন না রশিদ। চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না এই লেগ স্পিনার। তাই তাঁকে বিশ্রাম দিয়েছিল বোর্ড। বিশ্রাম শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরেছেন তিনি।

মুজিব-উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকিরাও ফিরেছেন ওয়ানডে দলে। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ওয়ানডে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে আফগানরা।

আফগানিস্তানের ওয়ানডে দল: 
রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহিদুল্লাহ কামাল, ইকরাম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইকরামউল হক নাভিদ, আবদুল রাহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাইদ আহমেদ শিরজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত