Ajker Patrika

২৬ মাস পর মুমিনুল...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৫: ৪৯
২৬ মাস পর মুমিনুল...

টেস্ট সেঞ্চুরির স্বাদ কেমন, সেটা যেন ভুলতে বসেছিলেন মুমিনুল হক। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। অবশেষে খরা কাটল। ২৬ মাস পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন এই সংস্করণে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। 

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন আকাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। আফগান পেসার ইয়ামিন আহমেদজাইকে আপার কাটে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুমিনুল। উদ্‌যাপনটা অবশ্য সে হিসেবে বেশ সাদামাটাই হয়েছে। ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে সেরেছেন উদ্‌যাপন।  মুমিনুল অবশ্য এমন নির্মোহ উদ্‌যাপন করেই অভ্যস্ত। টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের এটি ১২ তম শতক। 

শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও ইনিংস যত এগিয়েছে, মুমিনুল খোলস ছেড়ে বের হয়েছেন। প্রথম ইনিংসে ১৫ রানে আউট হওয়ার ব্যর্থতা ঘোচালেন দারুণ এক সেঞ্চুরিতে। সেঞ্চুরির পথে ১২টি চার মেরেছেন মুমিনুল। ৬৭ বলে ফিফটি, ১২৩ বলে ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। 

মুমিনুলের সেঞ্চুরির আগে ফিফটি পূর্ণ করেন লিটন দাস। ৬১ বলে ৫৬ রানে অপরাজিত আছেন তিনি। বাংলাদেশের টার্গেট ছাড়িয়েছে ৬০০ রান। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০০। আফগানদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৬৩৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত