Ajker Patrika

কোথায় থামবে বাংলাদেশের লিড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৬: ২৪
কোথায় থামবে বাংলাদেশের লিড

তপ্ত রোদে তৃপ্তির ঢেঁকুর তোলার কোনো সুযোগ নেই আফগানিস্তানের বোলারদের। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুধু বলই করে যাচ্ছেন, কিন্তু ঘামের মূল্যে খেয়েছেন শুধু বাংলাদেশ ব্যাটারদের পিটুনি। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত উইকেট নিতে পেরেছেন মাত্র তিনটি। দ্বিতীয় ইনিংসে ৫.৪০ হারে রানও বাড়ছে তরতরিয়ে। ৩৭৮ রান করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।

ততক্ষণে বাংলাদেশের লিড তথা লক্ষ্য জায়গা করে নিয়ে রেকর্ড বইয়ের শীর্ষস্থানে। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা স্বাগতিকদের এ পর্যন্ত লিড হলো ৬১৪ রান। মুমিনুল হক ৯৫ ও লিটন দাস ৪৮ রানে অপরাজিত আছেন। 

এ পর্যন্ত টেস্ট তালিকায় এটাই বাংলাদেশে সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড, যদিও এখনো লক্ষ্য ঘোষণা শেষ হয়নি। তৃতীয় সেশনেও ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়েকে হারারেতে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল এত দিন সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড। এবার সেটিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। 

শুধু নিজেদের রেকর্ডই ভাঙেনি, জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের রেকর্ড বইয়েও। টেস্টে ৬১৪ রান ইতিমধ্যে লক্ষ্য দেওয়ার ক্ষেত্রে পঞ্চম স্থানে নাম লিখিয়েছে। ১৯৩০ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজকে সর্বোচ্চ ৮৩৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। ১৯৬৯ সালে সিডনিতে উইন্ডিজদের ৭৩৫ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। 

১৯৩৯ সালে ডারবানে ইংল্যান্ডকে ৬৯৬ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা এবং ২০০৬ সালে ব্রিসবেনে ইংলিশদের ৬৪৮ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিল অজিরা। বাংলাদেশের সুযোগ আছে। ২০২৩ সালে মিরপুরে বাংলাদেশের সুযোগ আছে নিজেদের রেকর্ড আরো সমৃদ্ধ করার। 

এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও করেছেন সেঞ্চুরি। ১৫১ বলে খেলেছেন ১২৪ রানের অসাধারণ এক ইনিংস। ৭১ রানে আউট হন জাকির হাসান। মুশফিকুর রহিম রিভার্স সুইপে ক্যাচ দিয়ে ফিরেছেন ৮ রানে।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ টার্গেট

রান            প্রতিপক্ষ            ভেন্যু                সাল
৬৬২      আফগানিস্তান      মিরপুর               ২০২৩
৪৭৭         জিম্বাবুয়ে            হারারে               ২০২১
৪৪৯        জিম্বাবুয়ে            চট্টগ্রাম               ২০১৪
৪৪৩        জিম্বাবুয়ে            মিরপুর               ২০১৮
৪০১        জিম্বাবুয়ে            হারারে               ২০১৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত