Ajker Patrika

রেকর্ড জয়ের কৃতিত্ব শান্তকে দিচ্ছেন লিটন

আপডেট : ১৭ জুন ২০২৩, ১৩: ৩৩
রেকর্ড জয়ের কৃতিত্ব শান্তকে দিচ্ছেন লিটন

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শুরু থেকেই বাংলাদেশ করে এসেছে একের পর এক রেকর্ড। পাল্লা দিয়ে গড়া রেকর্ডগুলো আজ পূর্ণতা পেল চতুর্থ দিনে। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। স্বাগতিকদের রেকর্ড ব্যবধানে জয়ের কৃতিত্ব নাজমুল হোসেন শান্তকে দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্যে গতকাল তৃতীয় দিনেই আফগানিস্তান হারায় ২ উইকেট। তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানদের ইনিংস আজ থেমে গেছে ১১৫ রানে। ৫৪৬ রানে জিতে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানে জিতল বাংলাদেশ। স্বাগতিকদের এই বিশাল জয়ে ম্যাচ-সেরা হয়েছেন জোড়া সেঞ্চুরি করা শান্ত। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার করেছেন ২৭০ রান। আর আফগানরা এই টেস্টে করেছে ২৬১ রান। দুর্দান্ত এই জয়ে শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে তারা পুরো ম্যাচে খেলেছে, তাতে আমি ভীষণ খুশি। এত গরমে তা সহজ ছিল না। কৃতিত্ব আমাদের ব্যাটারদের, বিশেষ করে শান্ত। দুই ইনিংসেই সে দারুণ ব্যাটিং করেছে।’

আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে শান্ত বসেছেন মুমিনুল হকের রেকর্ডের পাশে। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। দারুণ এই ফর্ম ধরে রাখতে চান বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার, ‘ম্যাচ জেতা এবং নিজের ব্যাটিং নিয়ে আমি বেশ খুশি। সেঞ্চুরির পর আমরা (শান্ত, মুমিনুল) এ নিয়ে কথা বলছিলাম। তিনি (মুমিনুল) আমাকে স্বাগত জানিয়েছেন। খেলোয়াড় হিসেবে আমাদের সব সংস্করণেই ফর্ম ধরে রাখতে হবে। আমার পরিকল্পনা ছিল স্পষ্ট। আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যাটিং ফর্ম ধরে রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত