মিরপুর টেস্টে যে বিরল দৃশ্য দেখা গেল
চার স্লিপ, এক গালি, পয়েন্ট, শর্ট লেগ, শর্ট কাভার রেখে বোলিং করছেন বাংলাদেশের এক পেসার। এ ছবি বাংলাদেশের যেকোনো সমর্থকের কাছে উপভোগ্য হয়ে ওঠার কথা। দৃশ্যটার অবতারণা যদি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম হয়, নিশ্চয়ই ভ্রু কুঁচকে উঠবে! মিরপুরে এমন দৃশ্য কি কখনো কল্পনাতেও দেখা গেছে? উত্তর ‘না’ হওয়ার সম্ভাবনাই ব