Ajker Patrika

সাকিব-তাইজুলের পর মিরাজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব-তাইজুলের পর মিরাজ 

এই টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ২ উইকেট দূরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের প্রথম ইনিংসে ২ উইকেট তুলে নিয়ে টেস্টে ১৫০ উইকেটের ঘরে পা রেখেছেন এই অফ স্পিনার। করিম জানাতকে উইকেটকিপার লিটন দাসের স্টাম্পিং বানিয়ে মাইলফলক ছুঁয়েছেন মিরাজ।

টেস্টে ১৫০ উইকেটের ঘরে মিরাজ একমাত্র বাংলাদেশি নন। তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তিনজনই এখনো খেলছেন। তবে চোটে এই টেস্টে নেই সাকিব। ৩৯ টেস্টে ১৫০ উইকেট স্পর্শ করেছেন মিরাজ। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নয়বার।

টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব। ৬৬ টেস্টে ২৩৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ইনিংসে সাকিব পাঁচ উইকেট নিয়েছেন ১৯ বার। দ্বিতীয় স্থানে থাকা তাইজুল ৪২ টেস্টে ১৭৬ উইকেট নিয়েছেন। ৩৬ টেস্টে ১৫০ উইকেটের ঘর স্পর্শ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুততম তাইজুল। মিরাজের লাগল ৩৯ টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত