Ajker Patrika

মিরপুর টেস্ট খেলা হচ্ছে না তামিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৩, ১০: ৪৫
মিরপুর টেস্ট খেলা হচ্ছে না তামিমের

অবশেষে আশঙ্কাটাই সত্যি হয়েছে। পিঠের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হচ্ছে না তামিম ইকবালের। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

পিঠের ব্যথা তামিমকে ভোগাচ্ছিল বেশ কদিন ধরে। এই ব্যথা নিয়ে পরশু অনুশীলন করেন তামিম। একদিন বিরতি দিয়ে আজও অনুশীলন করেছেন বাঁহাতি ওপেনার। প্রায় ২৫ মিনিটের ব্যাটিং অনুশীলনে শুধু সামনের পায়ে খেলেছেন তিনি। পেছনের পায়ে খেললে কোমরের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এসবই ছিল বিসিবির মেডিকেল বিভাগের তাঁকে নিয়ে পর্যবেক্ষণের অংশ। 

সার্বিক দিক বিবেচনায় সে পর্যবেক্ষণে টেস্টটা খেলার জন্য যথেষ্ট ফিট নন তামিম। টিম ম্যানেজমেন্ট তাই তাঁকে বাদ দিয়ে আগামীকালের টেস্টের একাদশ সাজাচ্ছে। তামিমের না থাকা মানে বিকল্প একজন ওপেনারের প্রয়োজনীয়তা দেখা দেওয়া। ইনিংস উদ্বোধনের দায়িত্ব তাই পড়তে যাচ্ছে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের কাঁধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত