Ajker Patrika

জোড়া সেঞ্চুরিতে মুমিনুলের পর রেকর্ড পাতায় শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৫: ০৬
জোড়া সেঞ্চুরিতে মুমিনুলের পর রেকর্ড পাতায় শান্ত

একই উদ্‌যাপন। হেলমেট খুলে আকাশ ছুঁতে চাইলেন। ব্যাটটা তাক করে সেই উড়ন্ত চুমু আঁকলেন। উদ্‌যাপনই বলে দিচ্ছে, আরেকটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। মিরপুর টেস্ট প্রথম ইনিংসে করেছেন ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন আরেকটি সেঞ্চুরি।

গতকাল দ্বিতীয় দিন ৭৬ রানে অপরাজিত ছিলেন শান্ত। আজ প্রথম সেশনেই সেটিকে রূপ দিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। প্রথম ইনিংসের মতোই আফগান বোলিং লাইনআপ এলোমেলো করে মাত্র ১১৫ বলে করেছেন সেঞ্চুরি। ইনিংসে ছিল ১৩টি চারের বাউন্ডারি। বাংলাদেশের হয়ে মুমিনুল হকের পর একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন শান্ত।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন নাজমুল হোসেন শান্ত২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন মুমিনুল। সব দল মিলিয়ে ৯১তম ক্রিকেটার হিসেবে একই টেস্টে দুই ইনিংসের রেকর্ড গড়লেন শান্ত। নিজের শেষ চার ইনিংসে তৃতীয়বার সেঞ্চুরি করে চুমু আঁকলেন এই বাঁহাতি ব্যাটার। টেস্টে হলো চতুর্থ সেঞ্চুরি।

জাকির হাসানও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৭১-এ রানআউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। ততক্ষণে বাংলাদেশের লিড ছাড়িয়ে গেছে  ৪৫০। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২২৯ রান। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশের লিড হলো ৪৬৫ রান। শান্ত ১০৬ ও মুমিনুল ২৪ রানে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত