নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উইকেটের সঙ্গে আফগানিস্তানের বোলিং যেন খাপই খায়নি সেভাবে। সবুজ ঘাসের উইকেটে প্রথম সেশনে মুভমেন্টের সঙ্গে পেসারদের দেখানোর কথা ছিল দুর্দান্ত কিছু; কিন্তু সেরকম কিছুই হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে জাকির হাসানকে যে ডেলিভারিতে ফিরিয়েছেন অভিষিক্ত নিজাত মাসুদ, মিরপুর টেস্টে সেটাই হয় তো মনে রাখার মতো ডেলিভারি হতে পারে আফগানদের।
ঘাসের উইকেটে দুই পেসারের অভিষেক, স্পিন বোলাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। আফগানিস্তানের অনভিজ্ঞ বোলিং লাইনআপের দুর্বলতার সুযোগ মিরপুরে রানের রেকর্ড গড়েই প্রথম দিন পার করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান তুলেছে স্বাগতিকেরা।
মিরপুরে এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিন ৩৩০ রান করেছিল বাংলাদেশ। এবার সেটিকে ছাড়িয়ে গেল তারা। ৩৬২ করতে বাংলাদেশ খেলছে মাত্র ৭৯ ওভারে। জাকির ছাড়া অন্য ব্যাটাররা অনেকটা উইকেট বিলিয়ে দিয়েই ড্রেসিংরুমে ফিরেছেন। সুযোগ ছিল উইকেট ধরে রেখে রান তোলার।
দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১ রান করে ফেরেন জাকির। অভিষেক টেস্টের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে তাঁকে ফেরান নিজাত। ফুল লেন্থের বল হালকা মুভমেন্ট নিয়ে জাকিরের ব্যাট স্পর্শ করে চলে যায় উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে। আম্পায়ার প্রথম আউট না দিলেও আফগানিস্তান রিভিউ নেওয়ার পর জাকির আর বাঁচতে পারলেন না। ১ রান আসে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে।
শুরুর ধাক্কা বাংলাদেশকে অনুভবই করতে দেননি শান্ত ও জয়। বিপদ ছাড়াই দুজনে পার করে দেন প্রথম সেশন। দ্বিতীয় সেশনে শান্ত সেঞ্চুরি করলেও তিন অঙ্কের ঘর পর্যন্ত যেতে পারেননি জয়।
সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে বাঁহাতি স্পিনার আমির হামজার বলে দারুণ একটি সিঙ্গেল বের করেন শান্ত। তাতেই পূর্ণ হয় তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। হেলমেট খুলে উদ্যাপনে আকাশ ছুঁতে চাইলেন। আকাশে উড়তে চাওয়ার পরিচিত আরেকটি উদ্যাপনও করেছেন শান্ত। ব্যাটের ওপর উড়ন্ত চুমু আঁকলেন। ঠিক যেমনটা চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর করেছিলেন। চেমসফোর্ড থেকে মিরপুর—শান্তর আরেকটি চুমুময় সেঞ্চুরির সাক্ষী হলেন বাংলাদেশের দর্শকেরা। যেকোনো ফরম্যাটে দেশের মাটিতে এটি তাঁর প্রথম সেঞ্চুরি।
আশা জাগিয়েও সেঞ্চুরি করতে পারেননি জয়। আউট হয়েছেন ৭৬ রানে। তাতে ভাঙে শান্ত-জয়ের ২৬৭ বলে ২১২ রানের জুটি। ২৩৫ রানে দ্বিতীয় সেশন পার করে বাংলাদেশ। কিন্তু তৃতীয় সেশনে মুমিনুল হক, শান্ত ও লিটন দাসের উইকেট হারায় তারা।
আমির হামজার বলে ছক্কা মারতে গিয়ে মিডউইকেটে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ১৭৫ বলে ১৪৬ রানের অসাধারণ ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসে ছিল ২৩টি চার ও ২টি ছয়। মুমিনুল ১৫ ও লিটন আউট হন ৯ রানে। তবে ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ৭২ রানের জুটিতে সাড়ে ৩০০ পার হয় বাংলাদেশ।
৪১ রানে মুশফিক ও মিরাজ ৪৩ রানে অপরাজিত আছেন। আফগান বোলারদের মধ্যে মাসুদ ২ টি, হামজা, রহমত শাহ ও জহির খান একটি করে উইকেট নিয়েছেন।
উইকেটের সঙ্গে আফগানিস্তানের বোলিং যেন খাপই খায়নি সেভাবে। সবুজ ঘাসের উইকেটে প্রথম সেশনে মুভমেন্টের সঙ্গে পেসারদের দেখানোর কথা ছিল দুর্দান্ত কিছু; কিন্তু সেরকম কিছুই হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে জাকির হাসানকে যে ডেলিভারিতে ফিরিয়েছেন অভিষিক্ত নিজাত মাসুদ, মিরপুর টেস্টে সেটাই হয় তো মনে রাখার মতো ডেলিভারি হতে পারে আফগানদের।
ঘাসের উইকেটে দুই পেসারের অভিষেক, স্পিন বোলাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। আফগানিস্তানের অনভিজ্ঞ বোলিং লাইনআপের দুর্বলতার সুযোগ মিরপুরে রানের রেকর্ড গড়েই প্রথম দিন পার করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান তুলেছে স্বাগতিকেরা।
মিরপুরে এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিন ৩৩০ রান করেছিল বাংলাদেশ। এবার সেটিকে ছাড়িয়ে গেল তারা। ৩৬২ করতে বাংলাদেশ খেলছে মাত্র ৭৯ ওভারে। জাকির ছাড়া অন্য ব্যাটাররা অনেকটা উইকেট বিলিয়ে দিয়েই ড্রেসিংরুমে ফিরেছেন। সুযোগ ছিল উইকেট ধরে রেখে রান তোলার।
দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১ রান করে ফেরেন জাকির। অভিষেক টেস্টের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে তাঁকে ফেরান নিজাত। ফুল লেন্থের বল হালকা মুভমেন্ট নিয়ে জাকিরের ব্যাট স্পর্শ করে চলে যায় উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে। আম্পায়ার প্রথম আউট না দিলেও আফগানিস্তান রিভিউ নেওয়ার পর জাকির আর বাঁচতে পারলেন না। ১ রান আসে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে।
শুরুর ধাক্কা বাংলাদেশকে অনুভবই করতে দেননি শান্ত ও জয়। বিপদ ছাড়াই দুজনে পার করে দেন প্রথম সেশন। দ্বিতীয় সেশনে শান্ত সেঞ্চুরি করলেও তিন অঙ্কের ঘর পর্যন্ত যেতে পারেননি জয়।
সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে বাঁহাতি স্পিনার আমির হামজার বলে দারুণ একটি সিঙ্গেল বের করেন শান্ত। তাতেই পূর্ণ হয় তাঁর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। হেলমেট খুলে উদ্যাপনে আকাশ ছুঁতে চাইলেন। আকাশে উড়তে চাওয়ার পরিচিত আরেকটি উদ্যাপনও করেছেন শান্ত। ব্যাটের ওপর উড়ন্ত চুমু আঁকলেন। ঠিক যেমনটা চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর করেছিলেন। চেমসফোর্ড থেকে মিরপুর—শান্তর আরেকটি চুমুময় সেঞ্চুরির সাক্ষী হলেন বাংলাদেশের দর্শকেরা। যেকোনো ফরম্যাটে দেশের মাটিতে এটি তাঁর প্রথম সেঞ্চুরি।
আশা জাগিয়েও সেঞ্চুরি করতে পারেননি জয়। আউট হয়েছেন ৭৬ রানে। তাতে ভাঙে শান্ত-জয়ের ২৬৭ বলে ২১২ রানের জুটি। ২৩৫ রানে দ্বিতীয় সেশন পার করে বাংলাদেশ। কিন্তু তৃতীয় সেশনে মুমিনুল হক, শান্ত ও লিটন দাসের উইকেট হারায় তারা।
আমির হামজার বলে ছক্কা মারতে গিয়ে মিডউইকেটে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ১৭৫ বলে ১৪৬ রানের অসাধারণ ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসে ছিল ২৩টি চার ও ২টি ছয়। মুমিনুল ১৫ ও লিটন আউট হন ৯ রানে। তবে ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ৭২ রানের জুটিতে সাড়ে ৩০০ পার হয় বাংলাদেশ।
৪১ রানে মুশফিক ও মিরাজ ৪৩ রানে অপরাজিত আছেন। আফগান বোলারদের মধ্যে মাসুদ ২ টি, হামজা, রহমত শাহ ও জহির খান একটি করে উইকেট নিয়েছেন।
এক মাসের ব্যবধানে আবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। এবার মঞ্চটা অবশ্য ভিন্ন, তবে সেখানে রিয়ালেরই ‘রাজত্ব’ চলে। আতলেতিকো চেষ্টা কম করেনি, কিন্তু রিয়ালের দাম্ভিকতার সামনে নিজেদের অস্তিত্ব খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে তাদের।
২ মিনিট আগেওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত। দুই নম্বর অস্ট্রেলিয়া। এক আর দুইয়ের লড়াই সাধারণত আশা করা হয় ফাইনালে। কিন্তু এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে শীর্ষ দুই দলের সাক্ষাৎ হয়ে যাচ্ছে সেমিফাইনালে। আজ সেই সেমিফাইনাল।
৯ মিনিট আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। আজ ডিপিএলের প্রথম দিনেই দেখা গেল আম্পায়ারিং বিতর্ক। বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বিতর্কিত এক আউটের সিদ্ধান্তকে...
২ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৩ ঘণ্টা আগে