Ajker Patrika

শান্ত-জয়ে দারুণ এক সেশন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৩, ১২: ৩৯
শান্ত-জয়ে দারুণ এক সেশন বাংলাদেশের

দ্বিতীয় ওভারেই ভড়কে দিয়েছিলেন নিজাত মাসুদ। অভিষেক টেস্টের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে ফেরান জাকির হাসানকে। ফুল লেন্থের বল হালকা মুভেমেন্ট নিয়ে জাকিরের ব্যাট স্পর্শ করে চলে যায় উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে। আম্পায়ার প্রথম আউট না দিলেও আফগানিস্তান রিভিউ নেওয়ার পর জাকির আর বাঁচতে পারলেন না। ১ রান আসে বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে।

প্রথম সেশনে জাকিরের উইকেটটাই আফগানদের অর্জন। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিনে নামা নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে বাকি সময়টা ছিল বাংলাদেশেরই। মিরপুর টেস্টে প্রথম দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান। ৪.৮৩ হারে রান তুলছে বাংলাদেশ। টেস্ট স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৭০ বলে ৩৮ রানে অপরাজিত আছেন জয়।

মাত্র ২০.১ ওভারে স্কোরে ১০১ রান জমা করে বাংলাদেশ। শান্ত ব্যাটিং করছেন অনেকটা ওয়ানডে মেজাজে। ৫৮ বলেই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি। ৭৬ বলে ৬৪ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি ব্যাটার। ১৪১ বলে ১১০ রানের জুটি গড়েছেন শান্ত-জয়।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১২তম টেস্টে অধিনায়ক হিসেবে নাম লেখান লিটন দাস। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিয়ের আমন্ত্রণ জানান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টেস্ট অভিষেক হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত