Ajker Patrika

শান্তর সেঞ্চুরিতে রেকর্ড বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৬: ০৫
শান্তর সেঞ্চুরিতে রেকর্ড বাংলাদেশের

আফগানিস্তানের বোলারদের সঙ্গে যেন ছেলেখেলায় মেতে উঠেছেন বাংলাদেশের ব্যাটাররা। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪.৫৮ হারে রান তুলেছিল স্বাগতিকেরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা রান ওঠাচ্ছেন ৫.৩১ হারে। আজ তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে বাংলাদেশর সংগ্রহ ২ উইকেটে ২৫৫ রান।

প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশের লিড হলো ৪৯১ রান। শান্ত ১১২ ও মুমিনুল ৪৩ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অসাধারণ এক সেঞ্চুরি করেছেন শান্ত। গতকাল দ্বিতীয় দিন ৭৬ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি ব্যাটার। এ পর্যন্ত টেস্ট ক্রিকেটে লক্ষ্য দেওয়ার তালিকায়, ইতিমধ্যে নিজেদের সর্বোচ্চ হয়ে গেছে এটি। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়েকে হারারেতে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল এতদিন সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড। এবার সেটিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল তারা।

আজ প্রথম সেশনেই সেটিকে শান্ত রূপ দিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। প্রথম ইনিংসের মতোই আফগান বোলিং লাইনআপ এলোমেলো করে মাত্র ১১৫ বলে করেছেন সেঞ্চুরি। ইনিংসে ছিল ১৩টি চারের বাউন্ডারি। বাংলাদেশের হয়ের মুমিনুল হকের পর একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন শান্ত। জাকির হাসানও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৭১ রানে রান আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন মুমিনুল। সব দল মিলিয়ে ৯১ তম ক্রিকেটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসের রেকর্ড গড়লেন শান্ত। নিজের শেষ চার ইনিংসে তৃতীয়বার সেঞ্চুরি করে চুমু আঁকলেন এই বাঁহাতি ব্যাটার। টেস্টে হলো চতুর্থ সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত