নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের শেষ উইকেট জহির খান প্রথমে বেঁচে গেলেন বল তাঁর গ্লাভস স্পর্শ না করায়। পরে তাসকিন আহমেদ তাঁকে বোল্ড করলেন। সেটি হলো ‘নো’ বলের সৌজন্যে। শেষ পর্যন্ত জহির বিদায় নিলেন তাসকিনের বলে আঘাত পেয়ে। তখন বাংলাদেশের ৫৪৬ রানের রেকর্ড গড়া জয়ও নিশ্চিত হয়ে যায়। কিন্তু প্রথমবার পাঁচ উইকেট পাওয়া হলো না এই পেসারের।
তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৪৫ রান করেছিল আফগানিস্তান। আজ চতুর্থ দিন ৭০ রানেই বাকি ৭ উইকেট তুলে নেন বাংলাদেশের পেস বোলাররা। চোট থেকে ফিরে বোলিংয়ে ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাসকিনের। প্রথম ইনিংসে উইকেট না পাওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে শিকার করেন চার উইকেট। জহিরের উইকেটটি পেলে, টেস্টে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার সৌভাগ্য অর্জন করতেন তিনি।
পাঁচ উইকেট না পাওয়ায় অবশ্য আক্ষেপ নেই তাসকিনের, বরং দেশের মাঠে সবুজ ঘাসের উইকেটে আগুন ধরিয়ে বেশ তৃপ্ত তিনি। টেস্ট জয়ের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘না, না, মন খারাপ না (৫ উইকেট)। প্রথম ইনিংসে আমি সংগ্রাম করছিলাম, চোট থেকে এসেই. . । আল্লাহর রহমতে দ্বিতীয় ইনিংসে আমার রিদম আগের চেয়ে ভালো ছিল। আলহামদুলিল্লাহ এটাই অনেক বড় জিনিস।’
তাসকিনের পাশাপাশি শরীফুল ইসলাম ও ইবাদত হোসেনও এই টেস্টে ৫টি করে উইকেট নিয়েছেন। সব মিলিয়ে ১৯ উইকেটের ১৪টি দখলে নেন পেস বোলাররা। পেসার আর উইকেট কন্ডিশন নিয়ে সন্তুষ্ট তাসকিন, ‘স্পোর্টিং কন্ডিশন ছিল, ব্যাটিং-বোলিং দুটোরই সহায়ক ছিল। ভালো লাগছে একটা ভালো ব্যবধানের জয় হয়েছে। দুই বিভাগে দারুণ ক্রিকেট খেলে বড় একটি জয় পেয়েছি আমরা। খুব ভালো লাগছে, এই জয়ে দলের সঙ্গে থাকতে পেরে। ফাস্ট বোলাররা আগের চেয়ে ভালো অবস্থানে আছে এবং উন্নতি করছে দেখেই এ রকম উইকেট করার সাহস হয়েছে।’
আফগানিস্তানের শেষ উইকেট জহির খান প্রথমে বেঁচে গেলেন বল তাঁর গ্লাভস স্পর্শ না করায়। পরে তাসকিন আহমেদ তাঁকে বোল্ড করলেন। সেটি হলো ‘নো’ বলের সৌজন্যে। শেষ পর্যন্ত জহির বিদায় নিলেন তাসকিনের বলে আঘাত পেয়ে। তখন বাংলাদেশের ৫৪৬ রানের রেকর্ড গড়া জয়ও নিশ্চিত হয়ে যায়। কিন্তু প্রথমবার পাঁচ উইকেট পাওয়া হলো না এই পেসারের।
তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৪৫ রান করেছিল আফগানিস্তান। আজ চতুর্থ দিন ৭০ রানেই বাকি ৭ উইকেট তুলে নেন বাংলাদেশের পেস বোলাররা। চোট থেকে ফিরে বোলিংয়ে ছন্দ ফিরে পেতে একটু সময় লেগেছে তাসকিনের। প্রথম ইনিংসে উইকেট না পাওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে শিকার করেন চার উইকেট। জহিরের উইকেটটি পেলে, টেস্টে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার সৌভাগ্য অর্জন করতেন তিনি।
পাঁচ উইকেট না পাওয়ায় অবশ্য আক্ষেপ নেই তাসকিনের, বরং দেশের মাঠে সবুজ ঘাসের উইকেটে আগুন ধরিয়ে বেশ তৃপ্ত তিনি। টেস্ট জয়ের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘না, না, মন খারাপ না (৫ উইকেট)। প্রথম ইনিংসে আমি সংগ্রাম করছিলাম, চোট থেকে এসেই. . । আল্লাহর রহমতে দ্বিতীয় ইনিংসে আমার রিদম আগের চেয়ে ভালো ছিল। আলহামদুলিল্লাহ এটাই অনেক বড় জিনিস।’
তাসকিনের পাশাপাশি শরীফুল ইসলাম ও ইবাদত হোসেনও এই টেস্টে ৫টি করে উইকেট নিয়েছেন। সব মিলিয়ে ১৯ উইকেটের ১৪টি দখলে নেন পেস বোলাররা। পেসার আর উইকেট কন্ডিশন নিয়ে সন্তুষ্ট তাসকিন, ‘স্পোর্টিং কন্ডিশন ছিল, ব্যাটিং-বোলিং দুটোরই সহায়ক ছিল। ভালো লাগছে একটা ভালো ব্যবধানের জয় হয়েছে। দুই বিভাগে দারুণ ক্রিকেট খেলে বড় একটি জয় পেয়েছি আমরা। খুব ভালো লাগছে, এই জয়ে দলের সঙ্গে থাকতে পেরে। ফাস্ট বোলাররা আগের চেয়ে ভালো অবস্থানে আছে এবং উন্নতি করছে দেখেই এ রকম উইকেট করার সাহস হয়েছে।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে