নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাসকিন আহমেদ উৎসব শুরুই করে দিয়েছিলেন। কিন্তু একটু নাটকীয়তা হলো। আফগানদের শেষ উইকেট জহির খান প্রথম বেঁচে গেলেন বল তাঁর গ্লাভস স্পর্শ না করায়। পরে তাসকিন তাঁকে বোল্ড করলেন। সেটি হলো ‘নো’ বলের সৌজন্যে। শেষ পর্যন্ত জহির বিদায় নিলেন তাসকিনের বলে আঘাত পেয়ে। উদ্যাপনের সুরটা কেটে যাওয়ায় বাংলাদেশ মাঠ ছাড়ল উচ্ছ্বাস ছাড়াই। অথচ বাংলাদেশ ম্যাচটা জিতেছে ৫৪৬ রানে। রানের ব্যবধানে যেটি টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিনে খেলা শেষ করা আজ বাংলাদেশ বাকি কাজটা সারতে নিয়েছে ১৩৩ মিনিট। লাঞ্চের আগেই আফগানদের গুটিয়ে দিয়ে নিজেদের ইতিহাস তো বটেই এশিয়ার মাঠে সবচেয়ে বড় আর টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় বড় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর তাতে চার বছর আগে এই আফগানদের কাছে হারের একটা মধুর প্রতিশোধও নিল বাংলাদেশ।
অগ্নিঝরা বোলিংয়ে মিরপুর টেস্টে চতুর্থ দিনের সকালটা রাঙিয়ে তোলেন বাংলাদেশের পেসাররা। ৬৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে থেমে গেছে তারা ৯ উইকেটে ১১৫ রানে। তাতে বাংলাদেশ পেল ৫৪৬ রানের জয়। এর আগে ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল তারা।
চতুর্থ দিন প্রথম সেশনে ৭০ রান যোগ করতেই ৭ ব্যাটারকে হারিয়েছে আফগানিস্তান। চতুর্থ দিনের তৃতীয় ওভারেই নাসির জামালকে ফেরান ইবাদত হোসেন। ৬ রান আসে এই মিডলঅর্ডারের ব্যাট থেকে আসে। এরপর আফসার জাজাইকেও ৬ রানে ফেরান শরিফুল ইসলাম।
ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্স করা বাহির শাহের অভিষেকটাও সুখকর হয়নি। যদিও এই টেস্টে আফগানিস্তানের একাদশেই ছিলেন না তিনি। কিন্তু গতকাল তাসকিন আহমেদের লাফিয়ে ওঠা বল সরাসরি এসে লাগে হাসমতউল্লাহ শাহিদির হেলমেটের পেছনে। মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন আফগান অধিনায়ক। আজ তাঁর জায়গায় অভিষেক হয় বাহিরের।
শরিফুলের দুর্দান্ত এক ডেলিভারিতে স্লিপে তাইজুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন বাহির। অভিষেক ইনিংসে করলেন ৭ রান। টপ অর্ডার ব্যাটার রহমত শাহ প্রতিরোধের চেষ্টা করেও টিকে থাকতে পারলেন না। ৭৩ বলে ৩০ রানের ইনিংস খেলে তাসকিনের শিকার হন। করিম জানাতকেও বোল্ড করে ১৮ রানে ফেরান এই পেসার।
গতকাল ২৬ রানেই আফগানিস্তানের দুই উইকেট ড্রেসিংরুমে পাঠান শরিফুল ও তাসকিন। তবে আর বিপর্যয় না ঘটিয়ে ৪৫ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেন আফগানরা। ছন্দে থাকা ইবরাহিম জাদরান মিরপুর টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হলেন ব্যর্থ। আগের ইনিংসে ৬ রান করলেও এবার গোল্ডেন ডাকেই ফিরলেন। ইনিংসের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে তাঁকে ফেরান শরিফুল।
ব্যাট হাসেনি আরেক ওপেনার আব্দুল মালিকেরও। ৫ রানে তাসকিন আহমেদের বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাসকিনের বলে মাথায় আঘাত পেয়ে ১৩ রান করে মাঠ ছাড়েন হাসতমউল্লাহ।
এর আগে দুই বছর পর মুমিনুল হকের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশ লিড পায় ৬৬১ রানের। এর আগে টেস্ট ক্রিকেটে এত বড় লিড পায়নি তারা। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে। এক নাজমুল হোসেন শান্তর রানও করতে পারেনি আফগানিস্তান। দুই ইনিংস মিলিয়ে শান্ত রান করেছেন ২৭০ আর আফগানিস্তানের দুই ইনিংস মিলিয়ে করেছে ২৬১ রান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ আফগানদের জানিয়ে দিল, টেস্টে তারাও উড়িয়ে দিতে জানে!
টেস্টে বাংলাদেশের যত প্রথম জয়
প্রতিপক্ষ সাল ভেন্যু
জিম্বাবুয়ে জানুয়ারি ২০০৫ চট্টগ্রাম
উইন্ডিজ জুলাই ২০০৯ কিংসটাউন
ইংল্যান্ড অক্টোবর ২০১৬ মিরপুর
শ্রীলঙ্কা মার্চ ২০১৭ কলম্বো
অস্ট্রেলিয়া আগস্ট ২০১৭ মিরপুর
নিউজিল্যান্ড জানুয়ারি ২০২২ মাউন্ট মঙ্গানুই
আয়ারল্যান্ড এপ্রিল ২০২৩ মিরপুর
আফগানিস্তান জুন ২০২৩ মিরপুর
রানের ব্যবধানে টেস্টে বড় জয়
জয়ী ব্যবধান প্রতিপক্ষ ভেন্যু সাল
ইংল্যান্ড ৬৭৫ অস্ট্রেলিয়া ব্রিসবেন নভেম্বর ১৯২৮
অস্ট্রেলিয়া ৫৬২ ইংল্যান্ড ওভাল আগস্ট ১৯৩৪
বাংলাদেশ ৫৪৬ আফগানিস্তান মিরপুর জুন ২০২৩
তাসকিন আহমেদ উৎসব শুরুই করে দিয়েছিলেন। কিন্তু একটু নাটকীয়তা হলো। আফগানদের শেষ উইকেট জহির খান প্রথম বেঁচে গেলেন বল তাঁর গ্লাভস স্পর্শ না করায়। পরে তাসকিন তাঁকে বোল্ড করলেন। সেটি হলো ‘নো’ বলের সৌজন্যে। শেষ পর্যন্ত জহির বিদায় নিলেন তাসকিনের বলে আঘাত পেয়ে। উদ্যাপনের সুরটা কেটে যাওয়ায় বাংলাদেশ মাঠ ছাড়ল উচ্ছ্বাস ছাড়াই। অথচ বাংলাদেশ ম্যাচটা জিতেছে ৫৪৬ রানে। রানের ব্যবধানে যেটি টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিনে খেলা শেষ করা আজ বাংলাদেশ বাকি কাজটা সারতে নিয়েছে ১৩৩ মিনিট। লাঞ্চের আগেই আফগানদের গুটিয়ে দিয়ে নিজেদের ইতিহাস তো বটেই এশিয়ার মাঠে সবচেয়ে বড় আর টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় বড় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর তাতে চার বছর আগে এই আফগানদের কাছে হারের একটা মধুর প্রতিশোধও নিল বাংলাদেশ।
অগ্নিঝরা বোলিংয়ে মিরপুর টেস্টে চতুর্থ দিনের সকালটা রাঙিয়ে তোলেন বাংলাদেশের পেসাররা। ৬৬২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে থেমে গেছে তারা ৯ উইকেটে ১১৫ রানে। তাতে বাংলাদেশ পেল ৫৪৬ রানের জয়। এর আগে ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়েছিল তারা।
চতুর্থ দিন প্রথম সেশনে ৭০ রান যোগ করতেই ৭ ব্যাটারকে হারিয়েছে আফগানিস্তান। চতুর্থ দিনের তৃতীয় ওভারেই নাসির জামালকে ফেরান ইবাদত হোসেন। ৬ রান আসে এই মিডলঅর্ডারের ব্যাট থেকে আসে। এরপর আফসার জাজাইকেও ৬ রানে ফেরান শরিফুল ইসলাম।
ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্স করা বাহির শাহের অভিষেকটাও সুখকর হয়নি। যদিও এই টেস্টে আফগানিস্তানের একাদশেই ছিলেন না তিনি। কিন্তু গতকাল তাসকিন আহমেদের লাফিয়ে ওঠা বল সরাসরি এসে লাগে হাসমতউল্লাহ শাহিদির হেলমেটের পেছনে। মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন আফগান অধিনায়ক। আজ তাঁর জায়গায় অভিষেক হয় বাহিরের।
শরিফুলের দুর্দান্ত এক ডেলিভারিতে স্লিপে তাইজুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন বাহির। অভিষেক ইনিংসে করলেন ৭ রান। টপ অর্ডার ব্যাটার রহমত শাহ প্রতিরোধের চেষ্টা করেও টিকে থাকতে পারলেন না। ৭৩ বলে ৩০ রানের ইনিংস খেলে তাসকিনের শিকার হন। করিম জানাতকেও বোল্ড করে ১৮ রানে ফেরান এই পেসার।
গতকাল ২৬ রানেই আফগানিস্তানের দুই উইকেট ড্রেসিংরুমে পাঠান শরিফুল ও তাসকিন। তবে আর বিপর্যয় না ঘটিয়ে ৪৫ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেন আফগানরা। ছন্দে থাকা ইবরাহিম জাদরান মিরপুর টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হলেন ব্যর্থ। আগের ইনিংসে ৬ রান করলেও এবার গোল্ডেন ডাকেই ফিরলেন। ইনিংসের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে তাঁকে ফেরান শরিফুল।
ব্যাট হাসেনি আরেক ওপেনার আব্দুল মালিকেরও। ৫ রানে তাসকিন আহমেদের বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাসকিনের বলে মাথায় আঘাত পেয়ে ১৩ রান করে মাঠ ছাড়েন হাসতমউল্লাহ।
এর আগে দুই বছর পর মুমিনুল হকের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশ লিড পায় ৬৬১ রানের। এর আগে টেস্ট ক্রিকেটে এত বড় লিড পায়নি তারা। প্রথম ইনিংসে ২৩৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে। এক নাজমুল হোসেন শান্তর রানও করতে পারেনি আফগানিস্তান। দুই ইনিংস মিলিয়ে শান্ত রান করেছেন ২৭০ আর আফগানিস্তানের দুই ইনিংস মিলিয়ে করেছে ২৬১ রান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ আফগানদের জানিয়ে দিল, টেস্টে তারাও উড়িয়ে দিতে জানে!
টেস্টে বাংলাদেশের যত প্রথম জয়
প্রতিপক্ষ সাল ভেন্যু
জিম্বাবুয়ে জানুয়ারি ২০০৫ চট্টগ্রাম
উইন্ডিজ জুলাই ২০০৯ কিংসটাউন
ইংল্যান্ড অক্টোবর ২০১৬ মিরপুর
শ্রীলঙ্কা মার্চ ২০১৭ কলম্বো
অস্ট্রেলিয়া আগস্ট ২০১৭ মিরপুর
নিউজিল্যান্ড জানুয়ারি ২০২২ মাউন্ট মঙ্গানুই
আয়ারল্যান্ড এপ্রিল ২০২৩ মিরপুর
আফগানিস্তান জুন ২০২৩ মিরপুর
রানের ব্যবধানে টেস্টে বড় জয়
জয়ী ব্যবধান প্রতিপক্ষ ভেন্যু সাল
ইংল্যান্ড ৬৭৫ অস্ট্রেলিয়া ব্রিসবেন নভেম্বর ১৯২৮
অস্ট্রেলিয়া ৫৬২ ইংল্যান্ড ওভাল আগস্ট ১৯৩৪
বাংলাদেশ ৫৪৬ আফগানিস্তান মিরপুর জুন ২০২৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
৩৩ মিনিট আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
১ ঘণ্টা আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৫ ঘণ্টা আগে