বাংলাদেশের স্পিনে সতর্ক নিউজিল্যান্ড
কয়েকবার আউট তো হলেনই, স্পিন খেলতে গিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে একবার মাটিতেও পড়ে গেলেন ট্রেন্ট বোল্ট। স্মৃতিপটে তখন এক দশকের বেশি সময় আগের দুটি সিরিজ। ২০১০ ও ২০১৩ সালের সেই দুই ওয়ানডে সিরিজে স্বাগতিক স্পিনারদের বিপক্ষে খাবি খাচ্ছি অবস্থা সফরকারী নিউজিল্যান্ড ব্যাটারদের। দুই সিরিজেই ধবলধোলা