বৃষ্টি যে আসবে, তা আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল। বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে সময়মতো হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। এবার ম্যাচের ওভার কমানো হয়েছে।
বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হয়েছিল। নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম চার ওভার স্বাভাবিকভাবেই হচ্ছিল খেলা। পঞ্চম ওভারেই এসে বাগড়া দেয় বৃষ্টি। ২টা ২২ মিনিটে ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বন্ধ হয়ে যায় খেলা। দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সাড়ে চারটায় পুনরায় খেলা শুরু হবে। খেলা হবে ৪২ ওভারের। প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভারের। ১০ থেকে ৩৪ ওভার পর্যন্ত এই ২৫ ওভার হবে দ্বিতীয় পাওয়ারপ্লে। আর ৩৫ থেকে ৪২-এই ৮ ওভার হবে তৃতীয় পাওয়ারপ্লের খেলা। বৃষ্টির আগে ৯ রান করেছিল নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ১৮ বলে ৫ ও উইল ইয়ং ৯ বলে ৩ রান করে অপরাজিত আছেন। বোলিংয়ের শুরুটা করলেন মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে দুই পেস বোলার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পাশাপাশি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন। মাহমুদউল্লাহ সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। সৌম্য সবশেষ মাঠে নেমেছেন ২০২১ সালে। চোট কাটিয়ে দলে ফিরলেন তামিম ইকবালও। নুরুল হাসান সোহানও আছেন দলে।
নিজেদের মাঠে আগের দুই ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারও সিরিজ জয়ের লক্ষ্য লিটন দাসদের। সর্বশেষ নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
বৃষ্টি যে আসবে, তা আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল। বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে সময়মতো হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। এবার ম্যাচের ওভার কমানো হয়েছে।
বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হয়েছিল। নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম চার ওভার স্বাভাবিকভাবেই হচ্ছিল খেলা। পঞ্চম ওভারেই এসে বাগড়া দেয় বৃষ্টি। ২টা ২২ মিনিটে ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বন্ধ হয়ে যায় খেলা। দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সাড়ে চারটায় পুনরায় খেলা শুরু হবে। খেলা হবে ৪২ ওভারের। প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভারের। ১০ থেকে ৩৪ ওভার পর্যন্ত এই ২৫ ওভার হবে দ্বিতীয় পাওয়ারপ্লে। আর ৩৫ থেকে ৪২-এই ৮ ওভার হবে তৃতীয় পাওয়ারপ্লের খেলা। বৃষ্টির আগে ৯ রান করেছিল নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ১৮ বলে ৫ ও উইল ইয়ং ৯ বলে ৩ রান করে অপরাজিত আছেন। বোলিংয়ের শুরুটা করলেন মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে দুই পেস বোলার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পাশাপাশি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন। মাহমুদউল্লাহ সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। সৌম্য সবশেষ মাঠে নেমেছেন ২০২১ সালে। চোট কাটিয়ে দলে ফিরলেন তামিম ইকবালও। নুরুল হাসান সোহানও আছেন দলে।
নিজেদের মাঠে আগের দুই ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারও সিরিজ জয়ের লক্ষ্য লিটন দাসদের। সর্বশেষ নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১২ ঘণ্টা আগে