Ajker Patrika

বৃষ্টিতেই ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৫৪
বৃষ্টিতেই ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে বৃষ্টি হানা দেবে তা আগেই বোঝা গিয়েছিল। ম্যাচে বারবার বাগড়া দিয়েছিল বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিতে গেল বৃষ্টিই। 

বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হয়েছিল। নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম চার ওভার স্বাভাবিকভাবেই হচ্ছিল খেলা। পঞ্চম ওভারেই এসে বাগড়া দেয় বৃষ্টি। ২টা ২২ মিনিটে ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বন্ধ হয়ে যায় খেলা। এরপর বিকাল সাড়ে চারটায় পুনরায় খেলা শুরু হয়। তখন ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে। এরপর ঝামেলা ছাড়া খেলা ভালোই চলছিল। হঠাৎ ৬টা ৪০ মিনিটে আবার শুরু হয় বৃষ্টি। ততক্ষণে নিউজিল্যান্ড ব্যাটিং করেছে ৩৩.৪ ওভার। ৬টা ৫৭ মিনিটে খেলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ঠিকই। পরে তা আর হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টিতেই পরিত্যক্ত হয়েছে প্রথম ওয়ানডে। ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার উইল ইয়ং। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদ নিয়েছেন ২ উইকেট। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে দুই পেস বোলার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। 

পাশাপাশি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন। মাহমুদউল্লাহ সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। সৌম্য সবশেষ মাঠে নেমেছেন ২০২১ সালে। চোট কাটিয়ে দলে ফিরলেন তামিম ইকবালও। নুরুল হাসান সোহানও আছেন দলে। 

নিজেদের মাঠে আগের দুই ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারও সিরিজ জয়ের লক্ষ্য লিটন দাসদের। সর্বশেষ নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত