Ajker Patrika

বাংলাদেশের উদারতায় মুগ্ধ সোধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ২৩
Thumbnail image

মানকাডিং করে কোনো ব্যাটারকে আউট করার ঘটনা বাংলাদেশের ক্রিকেটে নেই বললেই চলে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমন এক বিরল আউট করলেন হাসান মাহমুদ। 

ইনিংসের ৪৬ তম ওভারের চতুর্থ বল করার আগেই নন-স্ট্রাইকের ব্যাটার ইশ সোধি উইকেট থেকে বেরিয়ে যান। বোলিংয়ে থাকা হাসান মুহূর্তে বল স্টাম্পে লাগিয়ে লালবাতি জ্বালিয়ে দেন। পরে রিভিউতেও দেখা যায়, সোধি উইকেট থেকে বেরিয়ে গেছেন। টিভি আম্পায়ারও আউট দেন তাঁকে। আইসিসির নিয়মে মানকাডিং এখন রানআউট। 

তবে এখানেই ঘটনা শেষ নয়। আউট হয়ে সোধি ড্রেসিংরুমে যাচ্ছিলেন ১৭ রান করে। কিন্তু বাউন্ডারি লাইনের কাছাকাছি যেতেই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক লিটন দাস ও হাসান আম্পায়ারের সঙ্গে আলোচনা করে সোধিকে ব্যাটিং করার জন্য ডাক দেন। পরে ফিরে আসা সোধি আউট হন ৩৫ রানে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আসে মানকাডিং আউটের ব্যাপারটি। বোলিং-ব্যাটিংয়ে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন সোধি। তবে মানকাডিং করার পর তাঁকে আবার ব্যাটিংয়ে ফিরিয়ে আনায় সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশকে। কিউই লেগ স্পিনার বললেন, ‘আমি অল্প ব্যবধানের জন্য আউট হয়েছিলাম, এখনকার নিয়মটাই এমন। তারপরও বাংলাদেশকে সাধুবাদ জানাই আমাকে ফিরিয়ে এনে আবার সুযোগ দেয়ার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত