Ajker Patrika

বাংলাওয়াশের সেই রুবেল এবার দর্শক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১: ২৪
বাংলাওয়াশের সেই রুবেল এবার দর্শক

নিউজিল্যান্ডের ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলে বুনো উল্লাস। সিরিজের শেষ ওয়ানডের শেষ ওভারে ৪ বলে ৪ রান দরকার নিউজিল্যান্ডের। কাইল মিলসের লেগ স্টাম্প উপড়ে তৃতীয় ডেলিভারিতেই খেলা শেষ করে দিলেন রুবেল হোসেন। বাঁধনহারা দৌড়, সতীর্থরাও দৌড়াচ্ছেন তাঁর সঙ্গে উদ্‌যাপন ভাগাভাগি করতে। ধারাভাষ্য কক্ষ থেকে তখন আতহার আলীর কণ্ঠে ‘বাংলাওয়াশ’, ‘বাংলাওয়াশ’।

রুবেলের সৌজন্যে সেদিন সম্ভব প্রথম কোনো শক্তিশালী দলকে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা দেওয়া। ৯.৩ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। ১৩ বছর পর আজ নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু সেই দুর্দান্ত রুবেল এখন ‘দর্শক’।

২০২১ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল। আরেকটি নিউজিল্যান্ড সিরিজের আগে কিউইদের ধবলধোলাইয়ের স্মৃতি মনে করিয়ে দিতেই আক্ষেপে ভারী হয়ে উঠল রুবেলের কণ্ঠ, ‘এটা নিয়ে আপাতত ভাবছি না। আপাতত খেলা নিয়ে তেমন কিছুই ভাবছি না। নিউজিল্যান্ড এসেছে...আমি দলে নেই, এটাই নিজের কাছে বেশি খারাপ লাগছে। দেশকে ১২-১৩ বছর সার্ভিস দিয়েছি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমার হোম কন্ডিশনে রেকর্ডও অনেক ভালো।’

২০১০ সালে নিজেদের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ৩ ওয়ানডে ম্যাচে ৩.৮৫ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছিলেন রুবেল। ২০১৩ সালের অক্টোবরে যখন আবার এল নিউজিল্যান্ড, রুবেল যেন আগের সিরিজ যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু করেন। ৩ ম্যাচে ৫.৩২ ইকোনমি রেটে নিয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট। নিজের ক্যারিয়ারের সেরা স্মৃতিগুলো বারবার ফিরে আসে রুবেলের মনে। মনে পড়ে বাংলাওয়াশের কথাও। আজকের পত্রিকাকে বলছিলেন, ‘আমার ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার এই দুটো সিরিজ। ওখান থেকেই প্রথম বাংলাওয়াশ শুরু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...