বাংলাওয়াশের সেই রুবেল এবার দর্শক
নিউজিল্যান্ডের ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলে বুনো উল্লাস। সিরিজের শেষ ওয়ানডের শেষ ওভারে ৪ বলে ৪ রান দরকার নিউজিল্যান্ডের। কাইল মিলসের লেগ স্টাম্প উপড়ে তৃতীয় ডেলিভারিতেই খেলা শেষ করে দিলেন রুবেল হোসেন। বাঁধনহারা দৌড়, সতীর্থরাও দৌড়াচ্ছেন তাঁর সঙ্গে উদ্যাপন ভাগাভাগি করতে। ধারাভাষ্য কক্ষ থেকে তখন আতহার