Ajker Patrika

বাংলাদেশের স্পিনে সতর্ক নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের স্পিনে সতর্ক নিউজিল্যান্ড

কয়েকবার আউট তো হলেনই, স্পিন খেলতে গিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে একবার মাটিতেও পড়ে গেলেন ট্রেন্ট বোল্ট। স্মৃতিপটে তখন এক দশকের বেশি সময় আগের দুটি সিরিজ। ২০১০ ও ২০১৩ সালের সেই দুই ওয়ানডে সিরিজে স্বাগতিক স্পিনারদের বিপক্ষে খাবি খাচ্ছি অবস্থা সফরকারী নিউজিল্যান্ড ব্যাটারদের। দুই সিরিজেই ধবলধোলাই কিউইরা! 

আরেকটি সিরিজের আগে সেই দুঃস্মৃতি ভুলে যাওয়ার কথা নয় নিউজিল্যান্ডের! সেটি মাথায় রেখেই কিনা গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পিন জুজু কাটানোর চেষ্টা দেখা গেল সফরকারী দলের। স্পিন বেশ ধরে বলে অনেক অতিথি দলের কাছে ‘বাঘের ডেরা’র মতো পরিচিতি মিরপুরের। একবার পা রাখলে যেখানে বাঘের শিকার হতে হয়!

বেশ লম্বা একটা সময় ধরে স্পিনের বিপক্ষে গতকাল নেট অনুশীলন করলেন উইল ইয়ং-টম ব্লান্ডেলরা। স্পিনের বিপরীতে গুরুত্বসহকারে নেটে ব্যাট করতে দেখা গেল এলএন্ডার ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কাইল জেমিসনদের।

এবার সিরিজের পরিণতি কী হবে, সেটা সময়ই বলবে। তবে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসতে পারেনি নিউজিল্যান্ড। বিশেষ করে ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে যেসব ব্যাটারের ওপরই নির্ভর করবে নিউজিল্যান্ড, তাদের বেশির ভাগই নেই এবারের বাংলাদেশ সফরে। তবে সফরে থাকা টেলএন্ডারদেরই দেখা যাবে বিশ্বকাপে। আর ভারতের স্টেডিয়ামগুলোর উইকেট সাধারণত হয়ে থাকে স্পিনসহায়ক। তাই নেটে স্পিনারদের বিপক্ষে গুরুত্ব দিয়ে গতকাল অনুশীলন করলেন বোল্ট-ফার্গুসনরা।

বাংলাদেশের মাটিতে পরিসংখ্যানও নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই দলের ১৩ ওয়ানডের ৮টিতেই হেরেছে কিউইরা। ৬ টি-টোয়েন্টির তিনটিতে জয় ও তিনটিতে হার। ২০১০ সালে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ধবলধোলাই হয়েছিল কিউইরা। সেবার চার ওয়ানডেতে ২৬ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা, ৯ উইকেট নিয়েছিলেন পেসাররা। ২০১৩ সালে ৩ ওয়ানডের সিরিজে ১৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা। পেসাররা নিয়েছিলেন ১০ উইকেট। সফরকারী দলের বিপক্ষে স্পিনারদের রাজত্ব ছিল ২০২১ সালে হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও।

সেই সিরিজে ১৯ উইকেট নিয়েছিলেন স্পিনাররা, পেসাররা নিয়েছিলেন ১৫ উইকেট। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য খেলছেন না সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপ সামনে রেখে তাঁদের বিশ্রামে থাকাটা তাই নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য বড় একটা স্বস্তিও। সাকিব-মিরাজ না থাকলে সিরিজের বাংলাদেশ দলে থাকা নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান আছেন দারুণ ফর্মে।

সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড অনুশীলন শুরু করে দিলেও আজ আনুষ্ঠানিক অনুশীলন করবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। তাঁর অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ থাকবেন সহকারী কোচ নিক পোথাস। দক্ষিণ আফ্রিকান এই কোচ অবশ্য আগের দিনই বিকেলে রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন খেলোয়াড়দের। 

সিরিজের প্রথম দুই ম্যাচে হাথুরুর না থাকা নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গতকাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে থাকবেন না। তাঁর স্ত্রীর মেজর সার্জারি আছে। ২৫ সেপ্টেম্বর তিনি আসবেন। ২৬ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ থাকবেন নিক পোথাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত