Ajker Patrika

আজই দেখার শেষ সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৩৬
আজই দেখার শেষ সুযোগ

শরতের আকাশ এই রৌদ্রকরোজ্জ্বল তো হঠাৎ কালো মেঘে ঢাকা—গত বৃহস্পতিবার সেটি ভালোই টের পেয়েছে ঢাকাবাসী। সকালের সোনারোদ মিলিয়ে গেল বিকেলে। মিরপুরের আকাশে মেঘের আনাগোনা থেকে নামল বৃষ্টি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ যেভাবে রোমাঞ্চ ছড়াতে শুরু করেছিলেন, বৃষ্টিবাধায় সেটা আর দীর্ঘায়িত হলো কই! 

গত পরশু বার কয়েক বৃষ্টিতে ওভার কমিয়েও ফল পাওয়া গেল না। শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ বাংলাদেশের কাছে বিশ্বকাপের আগে দল চূড়ান্ত করার। সেই কাজ ভালোভাবে করা যায়নি গত পরশু। বোলারদের দেখা গেলেও ব্যাটিংয়ে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকারদের আর নামারই সুযোগ হয়নি। সে হিসেবে আজকের ম্যাচটিই বিশ্বকাপের আগে খেলোয়াড়দের পরখ করে দেখার শেষ ম্যাচ। বাংলাদেশ দল আগামী বুধবার চলে যাবে ভারতে, বিশ্বকাপ অভিযানে। শুরুতে গন্তব্য গুয়াহাটি, যেখানে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে যেতে হবে ধর্মশালায়। ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু। 

বিসিবিকে তাই আজকের ম্যাচটি দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসতে হবে। বুধবারে রওনা দিতে হলে মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডে দেখে দল ঘোষণার সুযোগ থাকছে না। তবে এরই মধ্যে দল নির্বাচনের উপসংহারে প্রায় চলে এসেছে তারা। শুধু তুলির শেষ আঁচড় দেওয়ায় বাকি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘২৬ সেপ্টেম্বরের মধ্যে আমরা দল ঘোষণা করে দেব। কারণ, দল পরের দিন বিকেলে চলে যাবে ভারতে।’ আর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, ‘দল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’ তবে তিনি মানলেন, ২৭ সেপ্টেম্বরের আগেই দল দিতে হবে। শেষ ম্যাচটা দেখে দল দেওয়ার সুযোগ নেই বললেই চলে। 

অবশ্য শরতের এই সময়ে ঢাকায় যে বৃষ্টি, আজ সিরিজের দ্বিতীয় ম্যাচটা ঠিকঠাক হবে কি না, একটু তো সংশয় থাকেই। বৃষ্টির পূর্বাভাস যে আছে আজও। বৃষ্টিবাধা উপেক্ষা করে যদি ম্যাচ ঠিকঠাক হয়ও, মিরপুরের উইকেটে বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতিও ঠিক হচ্ছে না। বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাস তবু কিউরেটর গামিনি ডি সিলভাকে কৃতিত্ব দিচ্ছেন। অল্প সময় সূর্যের আলো পেয়ে গামিনি যে উইকেট তৈরি করছেন, সেটিই নাকি অনেক বড় ব্যাপার। 

বাংলাদেশ, নিউজিল্যান্ড—কোনো দলই গতকাল অনুশীলন করেনি। বিশ্বকাপের আগে নিরুত্তাপ এক সিরিজে এত পরিশ্রমের কোনো তাৎপর্য খুঁজে পাচ্ছে না দুই দলের টিম ম্যানেজমেন্ট। খেলোয়াড়দের সতেজ রাখাও তাদের অন্যতম লক্ষ্য। দ্বিতীয় ওয়ানডের আগে গতকাল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার হাসান মাহমুদকে। যেহেতু কেউ বাদ পড়েননি, পেসারদের কাউকে বিশ্রাম দিতেই হয়তো হঠাৎ হাসানকে ফেরানো। 

দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ, কুঁচকির চোটে পড়েছেন তানজিম হাসান সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত