Ajker Patrika

কলম্বো থেকে জোহানেসবার্গ, না খেললেও যেভাবে ছিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৪৬
কলম্বো থেকে জোহানেসবার্গ, না খেললেও যেভাবে ছিল বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাড়া আর কোনো ম্যাচ নেই বাংলাদেশের। সেক্ষেত্রে গত শুক্রবার ভারতের বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচটাই বাংলাদেশের শেষ ওয়ানডে। গতকাল তাই কলম্বোর প্রেমাদাসায় এশিয়া কাপ ফাইনালে ছিল না বাংলাদেশ। আর জোহানেসবার্গে তো থাকার কথাই না। তবে না খেললেও দুই জায়গাতেই জড়িয়ে ছিল বাংলাদেশের নাম। 

কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে অষ্টম এশিয়া কাপ জিতেছে ভারত। প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কা ৫০ রানে অলআউট হয়ে যায়। তা বাংলাদেশের বেশ কিছু ‘বিব্রতকর’ রেকর্ডকেও ছাড়িয়ে যায়। ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন ইনিংস খেলার রেকর্ড গতকাল করে শ্রীলঙ্কা। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তাছাড়া এশিয়া কাপেও লঙ্কানদের আগে সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০০ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। 

অন্যদিকে গতকাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডে হয়েছিল। অস্ট্রেলিয়াকে ১২২ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ২-০ তে পিছিয়ে ছিল প্রোটিয়ারা। ওয়ানডে ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবারের মতো ২-০ তে পিছিয়ে থেকে ৫ বা তার বেশি ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল কোনো দল। এই রেকর্ডেও আছে বাংলাদেশের নাম। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ তে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। 

২-০ তে পিছিয়ে থেকে ওয়ানডে সিরিজ জয়: 
সিরিজ জয়ী দল          প্রতিপক্ষ        ম্যাচ             সাল
দক্ষিণ আফ্রিকা          পাকিস্তান        ৫              ২০০৩ 
বাংলাদেশ                জিম্বাবুয়ে         ৫               ২০০৫ 
পাকিস্তান                ভারত              ৬                ২০০৫ 
দক্ষিণ আফ্রিকা         ইংল্যান্ড           ৫                ২০১৬ 
অস্ট্রেলিয়া                 ভারত            ৫                  ২০১৯ 
দক্ষিণ আফ্রিকা       অস্ট্রেলিয়া          ৫                  ২০২৩ 

ওয়ানডেতে ভারতের বিপক্ষে সর্বনিম্ন ইনিংস
রান         দল            ভেন্যু         সাল
৫০       শ্রীলঙ্কা       কলম্বো        ২০২৩ 
৫৮       বাংলাদেশ   মিরপুর          ২০১৪ 

এশিয়া কাপে (ওয়ানডেতে) সর্বনিম্ন ইনিংস: 
রান            দল                প্রতিপক্ষ          ভেন্যু         সাল
৫০          শ্রীলঙ্কা               ভারত           কলম্বো      ২০২৩ 
৮৭          বাংলাদেশ          পাকিস্তান        ঢাকা         ২০০০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত