Ajker Patrika

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৭ মে ২০২২, ১৭: ৫১
Thumbnail image

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এ সংস্করণে ১৬ টির বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত এ ম্যাচগুলো তো আছেই, এর বাইরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

সিরিজটি হবে নিউজিল্যান্ডে। স্বাগতিক নিউজিল্যান্ড আর বাংলাদেশের সঙ্গে তৃতীয় দল হিসেবে থাকতে পারে পাকিস্তান। সম্ভাব্য ভেন্যু ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল। সিরিজটি হবে লিগ পদ্বতিতে। একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। যদিও পাকিস্তানের খেলার ব্যাপারটি এখনো চূড়ান্ত নয়। 

চট্টগ্রামে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের ফাঁকে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আগে অ্যাডিলেডে ক্যাম্প করব। এরপর নিউজিল্যান্ড গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলব।’ 

অ্যাডিলেডে ক্যাম্প চলাকালীন স্থানীয় দল সাউদার্ন রেডব্যাকসের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত