Ajker Patrika

সেই সোধিই হারিয়ে দিলেন বাংলাদেশকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেই সোধিই হারিয়ে দিলেন বাংলাদেশকে

অবশেষে অপেক্ষা ফুরাল নিউজিল্যান্ডের। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা। বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানোর। আজ ৮৬ রানের জয়ের আগে সর্বশেষ ২০০৮ সালে ম্যাচ জিতেছিল কিউইরা।

২৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলদেশ। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে ৬ রান করে আউট হন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা লিটন দাস। তানজিদ হাসান তামিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দিয়েছিলেন তামিম ইকবাল।

 ১৬ রানে তানজিদ আউট হওয়ার পরেই বাংলাদেশ আরও বড় ধাক্কা খায়। ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২ বছরের বেশি সময় পর ওয়ানডেতে সুযোগ পাওয়া সৌম্য সরকার কোনো রান না করেই ফেরেন। বাঁহাতি ব্যাটারকে পরে অনুসরণ করেন ৪ রান করা তাওহীদ হৃদয়ও। 

৭০ রান ৪ উইকেট হারানো বাংলাদেশকে পরে পথ দেখাচ্ছিলেন তামিম–মাহমুদউল্লাহ রিয়াদ জুটি। ৪৪ রানে তামিম আউট হলে একের পর এক উইকেট হারিয়ে ১৬৮ রানের অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে এক প্রান্ত সামলে দলের সর্বোচ্চ রান করেন মাহমুদউল্লাহ। তবে ১ রানের জন্য ফিফটি পাননি তিনি। ১ রানের আক্ষেপে ওয়ানডেতে ৫ হাজার রানও করা হয়নি তাঁর। 

মিরপুরে মূলত বাংলাদেশ ইশ সোধির কাছেই হেরেছে। ৩৯ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। কিউইদের প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেট পাওয়ার কীর্তিও গড়েছেন। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় এই সোধিকেই আজ মানকাডিং করেছিলেন হাসান মাহমুদ। টিভি আম্পায়ার আউট দেওয়ার পরও তাঁকে ব্যাটিং করতে দিয়েছেন অধিনায়ক লিটন। বাংলাদেশের উদারতায় জীবন পেয়ে ৩৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। পরে তো দলকেই জেতালেন। ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন ৩০ বছর বয়সী লেগ স্পিনার। 

এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫৪ রান তুলে নিউজিল্যান্ড। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা তাদেরও ভালো না হলেও টম ব্লান্ডেলের ৬৮ ও হেনরি নিকোলসের ৪৯ রানে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় তারা। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান ও অভিষিক্ত পেসার খালেদ মাহমুদ। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়া এ জয়ে ১–০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। সিরিজে সমতায় ফিরতে আগামী ২৬ সেপ্টেম্বর মিরপুরেই সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত