নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬ তম ওভারে মানকাডিং আউট হয়েছিলেন ইশ সোধি। বল ছাড়ার আগেই উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়ায় তাঁকে আউট করেছিলেন হাসান মাহমুদ। ক্রিকেটীয় আইনে আউটের নিয়ম থাকায় পরে টিভি আম্পায়ারও তাই করেন।
তখন হতাশ ও বিরক্ত হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন সোধি। তবে বাংলাদেশের উদারতায় বেঁচে যান তিনি। অধিনায়ক লিটন দাস ডাকলে আবারও ব্যাটিংয়ে নামেন। পরে পুনরায় ব্যাটিং করার আগে পেসার হাসানের সঙ্গে কোলাকুলি করেন কিউই স্পিনার। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন ৩০ বছর বয়সী লেগ স্পিনার। পরে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে ৮৬ রানে হারান তিনি।
আউট হওয়ার পর সোধির এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি বলে জানিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘এই আউট নিলে, আমার মনে হয় না ওরও (সোধি) এমন করা উচিত হয়েছে। ও যেভাবে অবাক হয়েছে। এটা আমরা নেবো কি নেবো না এটা পুরোপুরি অধিনায়কের কল। সরি এটা অধিনায়ক না, দলের কল। এটা নেবো কি নেবো না, এভাবে রিয়াক্ট করায় আমরা অবাক হয়েছি।’
সোধিকে পুনরায় ব্যাটিং করতে দেওয়ায় ভুলও কিছু দেখছে না তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটাতে ভুল কিছু নেই। নিয়ম আছে। আমরা নেই বা আমাদের বিপক্ষে কেউ নেয়। আমার মনে হয় না এটা নিয়ে সবাই যেভাবে রিয়াক্ট করছে এমন কিছু হয়েছে। অধিনায়কের মনে হয়েছে এটা নেবে না। এখানে ভুল ঠিক বলতে কিছু নেই।’
নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬ তম ওভারে মানকাডিং আউট হয়েছিলেন ইশ সোধি। বল ছাড়ার আগেই উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়ায় তাঁকে আউট করেছিলেন হাসান মাহমুদ। ক্রিকেটীয় আইনে আউটের নিয়ম থাকায় পরে টিভি আম্পায়ারও তাই করেন।
তখন হতাশ ও বিরক্ত হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন সোধি। তবে বাংলাদেশের উদারতায় বেঁচে যান তিনি। অধিনায়ক লিটন দাস ডাকলে আবারও ব্যাটিংয়ে নামেন। পরে পুনরায় ব্যাটিং করার আগে পেসার হাসানের সঙ্গে কোলাকুলি করেন কিউই স্পিনার। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন ৩০ বছর বয়সী লেগ স্পিনার। পরে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে ৮৬ রানে হারান তিনি।
আউট হওয়ার পর সোধির এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি বলে জানিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘এই আউট নিলে, আমার মনে হয় না ওরও (সোধি) এমন করা উচিত হয়েছে। ও যেভাবে অবাক হয়েছে। এটা আমরা নেবো কি নেবো না এটা পুরোপুরি অধিনায়কের কল। সরি এটা অধিনায়ক না, দলের কল। এটা নেবো কি নেবো না, এভাবে রিয়াক্ট করায় আমরা অবাক হয়েছি।’
সোধিকে পুনরায় ব্যাটিং করতে দেওয়ায় ভুলও কিছু দেখছে না তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটাতে ভুল কিছু নেই। নিয়ম আছে। আমরা নেই বা আমাদের বিপক্ষে কেউ নেয়। আমার মনে হয় না এটা নিয়ে সবাই যেভাবে রিয়াক্ট করছে এমন কিছু হয়েছে। অধিনায়কের মনে হয়েছে এটা নেবে না। এখানে ভুল ঠিক বলতে কিছু নেই।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১২ ঘণ্টা আগে