বস্তি, দোকানে কোটি টাকা ভাড়া-বাণিজ্য
ছোট ছোট টিনের ঘর। কোনোটি আবার আধা পাকা। রয়েছে তিন-চারতলা ভবনও। আছে দোকানপাট, রিকশার গ্যারেজ, গাড়ি সারাইয়ের ওয়ার্কশপ। অভিযোগ, রাজধানীর উত্তরা লেক দখল করে চলছে এ ভাড়া-বাণিজ্য। বছরে ভাড়া আদায় করা হয় অন্তত ২ কোটি ৮৮ লাখ টাকা।