উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগের চন্ডালভোগ এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতেরা হলো আফরিন (১৪), রুমা (১৬) ও জাহাঙ্গীর (১৭)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন।
তুরাগের চন্ডালভোগের টিনশেড বাড়িতে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনজন কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানান, ভোররাতে সবাই যখন গভীর ঘুমে, তখন হঠাৎ করে ওই টিনশেড ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিকট শব্দ হলেদেদের ঘুম ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও তিনজন মারা গেছে।
নিহত কিশোরী আফরিনের মা ফাতেমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আফরিন, রুমা ও জাহাঙ্গীর খালাতো ভাই বোন। আফরিন মাদ্রাসার ছাত্রী। ওর বাবা নাই, আমি বাসাবাড়িতে কাজ করে মাদ্রাসায় পড়াচ্ছিলাম। কিন্তু আগুন আফরিনসহ ওদের আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।’
এ বিষয়ে তুরাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাত ৪টার দিকে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের পর খবর পেয়ে পুলিশ সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ওই ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ ছিল। অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ বিস্ফোরণে আগুন তীব্রভাবে লেগে যায়। ফলে তারা ঘর থেকে বের হতে না পেরে আটকা পড়ে মারা যায়।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
রাজধানীর তুরাগের চন্ডালভোগ এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতেরা হলো আফরিন (১৪), রুমা (১৬) ও জাহাঙ্গীর (১৭)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই-বোন।
তুরাগের চন্ডালভোগের টিনশেড বাড়িতে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনজন কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানান, ভোররাতে সবাই যখন গভীর ঘুমে, তখন হঠাৎ করে ওই টিনশেড ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিকট শব্দ হলেদেদের ঘুম ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও তিনজন মারা গেছে।
নিহত কিশোরী আফরিনের মা ফাতেমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আফরিন, রুমা ও জাহাঙ্গীর খালাতো ভাই বোন। আফরিন মাদ্রাসার ছাত্রী। ওর বাবা নাই, আমি বাসাবাড়িতে কাজ করে মাদ্রাসায় পড়াচ্ছিলাম। কিন্তু আগুন আফরিনসহ ওদের আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে।’
এ বিষয়ে তুরাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাত ৪টার দিকে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের পর খবর পেয়ে পুলিশ সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ওই ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ ছিল। অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার ও ফ্রিজ বিস্ফোরণে আগুন তীব্রভাবে লেগে যায়। ফলে তারা ঘর থেকে বের হতে না পেরে আটকা পড়ে মারা যায়।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে